ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
উত্তম হল, প্রথমে রমজানের কাযা রোযা রাখা অতঃপর শাওয়ালের রোযা রাখা। তবে যেহেতু রমজানের কা'যা রোযার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই, তাই কেউ যদি প্রথমে শাওয়ালের রোযা রেখে নেয়,অতঃপর রমজানের কাযা রোযা রাখে, তাহলেও তাতে কোনো সমস্যা হবে না। তবে দুই নিয়তে একটি রোযা রাখা যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/97147
রোযার নিয়ত কখন থেকে করতে হবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/11221
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাত্রে রোযার নিয়ত করার পর ফজরের সময় রোযার কথা ভুলে গিয়ে পানি পান করে ফেললে, এদ্বারা রোযা তো ফাসিদ হবে না। সুতরাং আপনি যদি রাত থেকে রোযার নিয়ত করে নেন , তাহলে ফজরের সময় ভুলে পানি পান করার দ্বারা রোযা ফাসিদ হবে না। কিন্তু যদি আপনি ঘুমানোর পূর্বে বা সুবহে সাদিকের পূর্বে রোযার নিয়ত না করেন, তাহলে ফজরের সময় পানি পান করার পর আর রোযা রাখতে পারবেন না।
রোযার নিয়ত করার পর ভুলে পানি পান করার পর সেহরি না খেয়ে রোযা রাখলে, শরীরিক দুর্বলতা আসতে পারে, এই ভয়ে রোযাকে ভেঙ্গে ফেললে, উক্ত রোযাকে অবশ্যই কাযা করতে হবে।