আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ।
উস্তায আমার আম্মুর সাথে জ্বীন আছে আলহামদুলিল্লাহ আমারা রাক্বী দিয়ে রুকিয়াহ করিয়েছি সরাসরি ৩ বার।বাসায় রাক্বীর পরামর্শ অনুযায়ী আমল করার চেষ্টা করা হয়।আমারও বিয়ে বন্ধ করা তার জন্যই সব কিছু ঠিকঠাক থাকার পরেও বিয়ে ভেঙ্গে যায়।আম্মু তো সরাসরি বিয়ের প্রস্তাব আসলেই বিয়ে দিবো না বিয়ে হবে না এমন জ্বামেলা করেই থাকে।এতোবছর তো আসলে আমার বিয়ে বন্ধ করা এটা জানতাম না বাসায় এতো বলার পরেও কেনো সবাই এতো উদাসীন এখন বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। সাধারন ভাবে যতগুলো প্রস্তাব আসে তার মধ্যে দ্বীনদারের পরিমান খুবি কম।কয়েকদিন আগে একটা প্রস্তাব আসছিলো বাসা থেকে ছেলের বাসা,ছেলে সম্পর্কে যাবতীয় খোঁজখবর নেয়ার পরে পজিটিভ ছিলো।পাএ পক্ষও আগ্রহী ছিলো।আমাদের বাসা থেকে যখন আমাকে দেখতে আসার কথা বললো।তারা সময় চাইলো কোন রকম খোঁজ খবর না নিয়েই। অনেকদিন আটকে রেখে আম্মুর জ্বীনের সমস্যার অযুহাত দিয়ে না করে দিলো।গ্রামের মানুষ সাধারণ ভাবেই এটা নেগেটিভ ভাবে দেখে।আমার আব্বু দ্বীনদারিতা উপর তেমন গুরুত্ব দিচ্ছে। বড় ভাই যদিও আমাকে সাপোর্ট করছেন।কিন্তু ভাইয়ার পরিপূর্ণ দ্বীনের বুঝ না থাকার কারনে দ্বীনদার পাএ খোঁজা সম্ভব হচ্ছে না।আমার তো ২৬+ বয়স বাসায় আম্মুর এই সমস্যা। তাকে খেদমত করার জন্য সবসময় আমাকেই থাকতে হচ্ছে। ভাইয়ার এখনো জব হয়নি।আব্বুর ও চাকরি নেই।সব কিছু মিলিয়ে সবার মানুসিক অবস্হাও ভালো না।আমার বায়োডাটা বিভিন্ন ওযেব সাইডে দেয়া আছে।কিন্তু প্রস্তাব আসলেও সেই ভাবে হচ্ছে না।অফলাইনের প্রস্তাব গুলো এমন কুফু মিলে না।আম্মু সুস্থ থাকতে আমি আম্মুকে বলতাম যে আমার বায়োডাটা নিয়ে কোন আলেমের কাছে যাওযার জন্য কিন্তু আব্বু এটাতে লজ্জাবোধ করতো।ভাইয়ার অবস্থাও এমন। সার্বিক বিষয়ে বিবেচনা করে আমাকে যদি পরামর্শ দিতেন আম্মুর চিকিৎসার জন্য আরো কোনো বেটার অপশন আছে কিনা?আমার বিয়ের জন্য কিভাবে পাএ খুঁজতে পারি।আত্মীয় স্বজন দ্বীনের ব্যপারে গুরুত্ব দিচ্ছেন না।