আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) বাড়ি থেকে আজানের শব্দ শুনা যায়না পাহাড়ের জন্য, মাঝেমধ্যে আদো আদো শুনা গেলেও কি উচ্চারণ হচ্ছে তা বুঝা যায়না, আমি শ্বশুর বাসায় নতুন এসেছি, আজান শুনতে না পারার কারণে জবাব দেয়া/দোয়া করা বিভিন্ন গুরত্বপূর্ণ আমল ছুটে যাচ্ছে, কি করণীয় উস্তায?