আসসালামু আলাইকুম, আমি জাপানে থাকি।এখানে,আমার প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে ইনশাল্লাহ। এখানে সবার নামের সাথে বাবার নাম বা বংশীয় নাম থাকে।আমরা না দিলে ও ওরা যুক্ত করে দিবে।তাই,জানতে চাচ্ছিলাম যে ওর আব্বুর নাম মো. রাকিব উদ্দিন।আর মেয়ের নাম রাখতে চাচ্ছি মারয়াম।
তো ওরা রাখবে, "মো মারয়াম" বা "রাকিব মারয়াম"।
তাই জানতে চাচ্ছিলাম যে এইটা কি জায়েজ বা অর্থ ঠিক কিনা??
আবার "রাকিব" তো আল্লাহর গুনবাচক নাম। তাই কনফিউশানে আছি।