১.যদি স্বামী ও স্ত্রীর মধ্যে তালাকের মজলিস বসে, স্বামী যদি ভবিষ্যতে তালাক দিবে এই নিয়্যতে স্ত্রিকে বলে, তোমাকে ছেড়ে দিব,উকিলের সাথে কথা বলব,তুমি তোমার বাবার বাসায় চলে যাও( এখানে চলে যাও স্বামী এই নিয়্যতে বলল যে ভবিষ্যতে তোমাকে তালাক দেওয়া হবে।এ ক্ষেত্রে কেনায়া বাক্যের নিয়ত ভবিষ্যত কাল,এ ক্ষেত্রে কি চলে যাও বলাতে ১ তালাক তালাকের মজলিস হওয়াতে হয়ে গেল??
২.স্বামী বিয়ের প্রথম ১ বছর বউকে খুব বেশী পছন্দ করত না, (আলহামদুলিল্লাহ পরে যেয়ে ২ জনের খুব মিল হয়)যাইহোক, এই এক বছরে অনেক কেনায়া স্বামী স্ত্রীকে বলেছিল, যা ভবিষ্যতের নিয়ত করে। যেমন, বলেছে তুমি চলে যাও, এখানে স্বামীর নিয়্যত ছিল স্ত্রী আপাতত চলে যাক পরে উকিলের মাধ্যমে ছেড়ে দিব,এ ক্ষেত্রে কি তালাক হবে?