আসসালামু আলাইকুম
স্বামী কাবিন এর১৮নংধারা সম্পর্কে নাজেনে সাক্ষর করেছেন,এতে স্ত্রী কি তালাকএর অধিকারপ্রাপ্ত হয়েছে কিনা?কারণ স্ত্রী রাগের মাথায় তিন তালাক উচ্চারণ করে ফেলেছে,যদিও সে জানতো স্বামী ই একমাত্র তালাক দিতে পারে,,,তাই সে স্বামীর থেকে বারবার তালাক চাচ্ছিলো কিন্তু স্বামী ঠান্ডা মাথায় ছিলো কোনো তালাক দেয় নি।হঠাৎ স্ত্রী এর মনে আসে কাবিন নামার ১৮ নং কলাম সম্পর্কে,যে সেখানে স্ত্রীর তালাক প্রাপ্ত হওয়ার অধিকার সম্পর্কে লেখা আছে,কিন্তু বিয়ে পড়ানোর সময় কাজী এগুলা উচ্চারণ করেনি আর স্বামী ও এই কলাম সম্পর্কে অবগত ছিল না,,,স্ত্রী বলার পর জেনেছে।এখন কাবিন নামা উঠানো হয় নী তাই জানা নেই কাজী ঐখানে কি লিখেছে। এই অবস্থায় স্ত্রী চায় না তালাক দেওয়ার কোনো অধিকার,তার নিজের থাকুক!,,স্ত্রীর দ্বারা তালাক কি তাহলে হয়ে গেছে?
*ইজাব কবুল এর আগে সাইন বা পরে সাইন এখানে কোনো গুরুত্ব বহন করবে কিনা যেখানে স্বামী জানতোই না ১৮ নং ধারা সম্পর্কে!