প্রশ্ন: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
সম্মানিত উস্তাদ আমার একটি প্রশ্ন ছিল
আমি কিছুদিন আগে উমরাহ করে এসেছি আলহামদুলিল্লাহ। আমি উমরাহ উদ্দেশ্যে যাওয়ার সময় হায়েজ অবস্থায় ছিলাম,আমার হায়েজের ৬ দিনের সময় উমরাহ করার জন্য কোনো উপায় না দেখে
ঔষধ খেয়ে ব্লাড বন্ধ করেছিলাম,,এভাবে কয়েকদিন ঔষধ খাওয়ার পর আর বাল্ড যাবেনা মনে করে ঔষধ বন্ধ করায় কিছুদিন পর আবার বাল্ড যাওয়া শুরু হয় তখন হায়েজ হওয়ার পর ১১ দিন ছিল,, সেদিন ২য় উমরাহ এর নিয়ত করার পর হঠাৎ এই সমস্যা দেখা দেয়,,তখন আমাদের কাফেলার মুয়াল্লিম বলেছিলেন এটি ঔষধ বন্ধের কারণে হওয়ায় অসুস্থতা ধরা হবে,, তাই উমরাহ করতে পারবে বলায় উমরাহ করেছিলাম।তবে আমার এই বিষয় নিয়ে অনেক কনফিউশন হচ্ছে এবং ভয় হচ্ছে কোনো ভুল হয়েছে কিনা তাই এই বিষয়টির সমাধান দিলে মুনাসিব হয়।আবার দেশে আসার পর ঔষধ বন্ধ করায় আবার ব্লাড যাচ্ছে তবে আমি ওনার কথা অনুযায়ী ইস্তিহাযা ধরেই সলাত আদায় করছি।
বি:দ্র: সম্মানিত উস্তাদ,, এই ধরনের ঔষধ বন্ধ করলেই নাকি ব্লাড যায় আবার এইটা জানতে পারছি,,তবে ইস্তিহাযা হবে কিনা তা বুঝতেছি না।
আমাকে একটু সাহায্য করেন এই বিষয়ে না হয় আমার উমরাহ যদি সহিহ না হয় উল্টো গুনাহ হয়(আল্লাহ না করুক) এই ভয়ে আছি।