আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
33 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারাকাতুহ উস্তায,


আমার একজন পরিচিত ভাই নেশাগ্রস্ত অবস্থায় তার বউকে ৩ তালাক দেয়। এই তালাক কি কার্যকর হয়েছে? নেশাগ্রস্ত অবস্থায় তো তার হুশ ছিলো না, এই অবস্থায় কি তালাক কার্যকর হয়েছে?

1 Answer

0 votes
by (616,290 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

মদ বা নেশাদ্রব্য সেবনের কারণে বেহুঁশ বা মাতাল হয়ে কোনো ব্যক্তি স্বীয় স্ত্রীকে তালাক দিলেও তা কার্যকর হয়ে যায়। 
(বাদায়েউস সানায়ে ৩/১৫৮; আলবাহরুর রায়েক ৩/২৪৭; ফাতহুল কাদীর ৩/৩৪৫)

প্রখ্যাত তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়িব রাহ. ও সুলাইমান ইবনে ইয়াসার রাহ.কে মাতাল ব্যক্তির(তালাক প্রদান) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা উভয়ে জবাবে বলেছেন, মাতাল ব্যক্তির তালাকপতিত হয়ে যাবে।-মুয়াত্তা ইমাম মালেক ২১৬

عن عبد الله بن مقسم قال: سمعت سليمان بن يسار يقول: إن رجلا من آل البخترى طلق امرأته وهو سكران، فضربه عمر الحد، وأجاز عليه طلاقه (سنن سعيد بن منصور، باب ماجاء فى طلاق، دار الكتب العلمية بيروت-1/270، رقم-1106)

আবদুল্লাহ বিন মুকসিম থেকে বর্ণিত, তিনি বলেন: আমি সুলাইমান বিন ইয়াসারকে বলতে শুনেছি: আল-বুখতারী পরিবারের এক ব্যক্তি তার স্ত্রীকে মাতাল অবস্থায় তালাক দিয়ে দেয়, তাই উমর তাকে বেত্রাঘাত করে তার তালাক অনুমোদন করেন (সুনান সাঈদ বিন মনসুর, তালাক সম্পর্কে কী বলা হয়েছিল তার অধ্যায়, দার আল-কুতুব আল-ইলমিয়াহ, বৈরুত - ১/২৭০ ১১০৬-)

عن مالك أنه بلغه أن سعيد بن المسيب وسليمان بن يسار سئلا عن طلاق السكران؟ فقالا: إذا طلق السكران جاز طلاقه وإن قتل قتل به (المؤطا لإمام مالك، كتاب الطلاق، باب جامع الطلاق، النسخة الهندية-372، رقم-82)

মালিকের বরাত দিয়ে তাকে জানানো হয় যে, সাঈদ ইবনুল মুসায়্যাব এবং সুলাইমান ইবন ইয়াসারকে একজন মাতালের তালাক সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তারা বলল: যদি কোন মাতাল তালাক দেয়, তাহলে তার তালাক বৈধ, আর যদি সে হত্যা করে, তাহলে তাকে হত্যা করা হবে। ইমাম মালিকের লেখা আল-মু'য়াত্তা, তালাক গ্রন্থ, বিস্তৃত তালাকের অধ্যায়, ভারতীয় সংস্করণ - ৩৭২, নং (৮২)

আরো জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরন মতে এই ৩ তালাক কার্যকর হয়েছে।

এক্ষেত্রে সেই স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে করনীয় জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...