আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
✅জিন হাজির করে শরীর,মনের রোগ বলে দেয়া কি জায়েজ?
সুরা ফাতিহা,ইখলাস,দরুদ শরীফ(এটা কেমন জানি গ্যাংরিয়ে বলেছিলো,আল্লহুম্মা সল্লু সাইয়্যেদিনা কি কি যেন)তারপর আল্লাহু,আল্লাহু,হু, হু কয়েকবার বলে তারপর কাঞ্চন, আরো কি কি বলে তার শরীরে জীন হাজির হয়।তিনি শুধু নাম জিজ্ঞাসা করে শারীরিক রোগ,কোন যাদু,নজর আছে কি না তা বলে দেয়।
এই যে এটা কি জায়েজ হয়েছে?
রোগের বিষয়ে যা যা বলেছে মিলে গেছে।
আমার ব্যাপারে বলেছে বিয়ে বন্ধের যাদু করা আছে।খুব বাজেভাবে।আমি একবার সপ্নেও দেখেছিলাম আমাকে আমার আম্মু বলেছিলো,তোমাকে বিয়ে বন্ধের যাদু করা।তেমন পাত্তা দেই নি।এরপর শেষে হাত টেনে নিয়ে হাতের তালু দেখেও বলল,খুব বাজেভাবে বিয়ে বন্ধের যাদু করা।✅এটা কি জায়েজ হয়েছে?
আর তিনি কিছু তদবীর দেবেন বললেন,বাড়ি বন্ধ করার,যাদু নষ্ট করার।মানে তাবিজ দেবেন।✅এইটা নেয়া কি জায়েজ হবে?
আমি যদি এর থেকে রুকইয়াহ সাপোর্ট বিডির নিয়ম অনুসারে রুকইয়াহ করি ভালো হবে না?
আর আমার ছোট ভাই ৫ বছর বয়স তারও দূর থেকে দৃষ্টি দেয় এমন বলেছে,ওর জন্যও তাবিজ দেবে।তাবিজ ছাড়া আর কোনোভাবে কি ওর চিকিৎসা সম্ভব?
আসলে আমি তাবিজ নিতে চাচ্ছি না।ছোট ভাইটার জন্য আম্মু বেশি উদ্বিগ্ন হয়ে আছে।বিশেষ করে ওর জন্য তাবিজ ছাড়া অন্য উপায়ে কি চিকিৎসা সম্ভব?
আরেকটা প্রশ্ন,কেউ দূর থেকে ফোনের মাধ্যমে কিছু পড়ে ফু দিল।রোগীকে বলল শুন্যের উপর হাত উচু করে রাখতে।এরপর হাত ডানে,বামে,নিচে বা উপরে উঠে তা জানাতে।রোগীর হাত আপনাআপনি কিছুটা উপরে উঠে গেল।এটা কিভাবে?এটা কি জায়েজ?