আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকাতুহু। উস্তাজ, আমি রমাদ্বনের সময় একটা স্বপ্ন দেখেছিলাম।স্বপ্নটি হচ্ছে এরকম আমার ভাইয়ার একটা ছেলে সন্তান দুনিয়াতে এসেছে।তো হাসপাতাল থেকে আনার পর বাবুটাকে কেউ কোলে নিয়েছে।আর কোলে থাকা অবস্হায় সে পশ্চিম দিকে ফিরে পুরো এডাল্টদের মতো তাকবীরে তাহরীমা করল এবং হাত বেধে সে স্বলাত আদায় করছে(যখন স্বপ্নটি দেখেছিলাম তখন কেউ জানতো না আমার ভাবী প্রেগনেন্ট। দশ পনেরো দিন পরে জানতে পারি।)আর প্রায় ২ মাস ১০ দিনের মাথায় বাচ্চাটি মিসক্যারেজ হয়ে যায়।
উস্তাজ এখন জানতে চাচ্ছি আমার স্বপ্ন টা কি অর্থহীন ছিল।নাকি কোনো অর্থ বহন করে।আমি ভেবেছি স্বপ্নটি দেখার পরপরই আপনার কাছে জানতে চাইব।পরে আর হয়ে উঠেনি।আশা করছি উত্তর পাব ইং শা আল্লাহ।জাযাকাল্লাহু খইরন।