অন্য হলে গ্যাসের চুলা দেয়া আছে কিন্তু আমাদের হলে দেয়না আরও অনেক সুযোগসুবিধা দেয়ার কথা কিন্তু দেয়না, আমরা এনরোলমেন্ট ফী দেয়ার সময়ই গ্যাসের বিল কারেন্টের বিল দেই,যদিও সেটা রাইসকুকার ব্যাবহারের জন্য যথেষ্ট কিনা জানিনা, যারা রাইসকুকার ব্যাবহার করেন তারা বলে উনারা আমাদের যতটুকু ফ্যাসিলিটি দেয়ার কথা দেয়না, নিজেরাই অনেক সময় দুর্নীতি করে হয়তো, আর অনেকে মিল খেতেও পারেনা.. আজ রুমের আশেপাশের আপুরা মিলে রান্নাবান্না করবে, নতুনরা এসেছে পরিচয় হবে এখন যদি আমি না অংশগ্রহণ করি কথা আসতে পারে আমি টাকা না দেয়ার জন্য করছিনা যেহেতু এতোদিন কেউ রাইসকুকারে রান্না করা খাবার দিলে খেতাম, আমি কি আজকের রান্নাবান্না খেতে পারবো,প্লান করা হয়ে গেছে, না খেলে অনেক মানুষের কাছে কালার হতে হবে যেহেতু আমি কাল রাতে সাহরিও খেয়েছি আরেকজনের রাইসকুকারে রান্না করা ভাত ? কন্ট্রিবিউট করতে পারবো? আমার নিজের কুকার নেই, কিন্তু কখনো কেউ খেতে দিলে?