আমি একটি প্রোজেক্ট সম্পর্কিত কোম্পানি তে কাজ করি, প্রোজেক্ট এ কাজের চাপ বেশী থাকলে প্রোজেক্ট লোকেশন এ নিয়মিত থাকি, আর কম থাকলে বাসায় থাকি । এখন আমার জন্য কসরের মাসয়ালা কেমন হবে ? কারন মাঝে মাঝে আমি ১৫ দিনের মধ্যেও বাসা এবং প্রোজেক্ট এর মাঝে আসা যাওয়া করি , অনেক সময় কয় দিন থাকব এটা নির্দিষ্ট থাকেও না ।
অনুগ্রহ করে রেফারেন্স সহ উত্তর দিয়ে আমাকে সহায়তা করবেন।