আসসালামু আলাইকুম
১.আমি নামাজরত অবস্থায় বাচ্চা ফ্লোরে হেটে এসে আমার জায়নামাজের উপর উঠে সিজদার জায়গায় দাঁড়ায়।প্রশ্ন হচ্ছে ফ্লোরে যে জায়গায় নাপাক ডায়াপারে খুলে রাখি সে জায়গায় একটু প্রসাব ফ্লোরে লাগে বাচ্চা সে নাপাকি তে পা দিয়েছিল কিনা,নাপাকি সেখানে ছিল কিনা আমি জানি না নামাজ শেষে চেক করে দেখেছি ফ্লোরের সেই জায়গায় কোথাও কোথাও পানি ছিল অল্প অল্প ছিটা ছিটা টাইপ।বাচ্চা সে পানিতে পা দিয়ে জায়নামাজে উঠেছিল কিনা বুঝতে পারছি না।জায়নামাজ নাপাক হয়েছে কি???
২.বাপের বাড়ি গিয়েছিলাম আমার বেলকনির দড়ি খুলে ভালো করে লাগিয়েছে আমার শাশুড়ী। তিনি পাক নাপায়াক নিয়ে সতর্ক নন।সেই দড়ি লাগানোর সময় নাপাকি লাগিয়েছিল কিনা বা নিজের কাপড় সেখানে শুকাতে দিয়েছিল কিনা আমি জানি না।এখন অই দড়ি কি ধুয়ে তারপর আমি লাগাব??
৩.প্রসাবের সময় মনে হলো এক ফোটা ছিটা গায়ে লাগলো কিন্তু এক্সাক্ট কোথায় লাগছে সেটা বুঝি নি তারপর অনুমান করে ধুই তারপর নামাজ পড়ি। এতে কি পাক হয়েছে শরীর?