আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
717 views
in পবিত্রতা (Purity) by
As Salaamu Alaikum,

I have a concern about something that has been affecting me for a while.

Throughout my day I am fine, relaxed, not worried or typically anxious. But when the time comes for me to go and make wudu and pray Salah I get anxious, worried, and very self-aware because I am worried about passing wind.

I try to relax myself but I can't. I start to be very aware of any gas I feel. I try to empty the gas inside of me by burping or passing wind sometimes but I'm still anxious and still fearing passing wind.

When I make wudu I can't just stand calmly and wash each part. I'm moving awkwardly and squeezing myself in so I don't pass gas. I really worry when I get to do my feet because I have to lift my leg and I'm worried about passing wind.
I sometimes constantly restart my wudu because I'm feeling something in my backside area that resembles wind sometimes and so I can't be 100% sure if it's wind or nothing but I'm definitely feeling something so to be safe I start my wudu over and over again. I also keep restarting my wudu because I keep forgetting if I did certain parts.

When this repetition happens I get very frustrated and exhausted and start to lose my mind a little due to being soaked in water and wasting so much time.

Coming out of the bathroom after finally finishing wudu I can't walk properly sometimes because I'm trying not to pass wind because it's like I feel a building up of gas in my backside area. I quickly try and dress to go pray and sometimes while trying to dress in my praying garment I feel something in my backside area, sometimes I write it off as nothing and other times I go an make wudu again.

When in salah I am constantly squeezing my backside in, I try to relax but sometimes I feel things. I can't stand or sit still sometimes.
Then sometimes gas starts to build up and I try and hold myself as hard as I can which is physically exhausting.

I don't know how unless Allah Subhanna wa Ta'ala makes it easy, how I'm going to develop khushoo in salah because my only focus is not passing wind.
Some days it takes me til the end of the prayer time after actively trying to make wudu and pray to get the salah done and even in my final attempt I feel something in my backside.

This happens almost every if not every salah. I would never dream of giving up salah but I need to find a better way of dealing with this inshaAllah because I'm actually feeling something, and now it's become difficult to differentiate gas and a feeling produced by other than gas.
I'm a student and I have to wonder how I will cope when school starts in sha'Allah because salah time will come during class hours. It can take me 30 minutes, an hour or more to finish one salah. One time it took me almost two hours just to pray Fajr.

I've read many fatwas. Everyone's answer is to just ignore it.I hope I've made it clear that I can't just ignore it because I am actually feeling something and this experience only shows up at wudu and Salah time. I don't know what to do but my iman is low, I'm getting depressed and I can't bare the psychological and physical stress and pain of this problem anymore. I will continue praying in sha'Allah but I need a solution. May Allah Subhanna wa Ta'ala grant me it.

I've thought about going to a therapist but I can't afford the right now. I honestly feel like this is a psychological problem that has begun to physically effect me with Allah Azawajal 's permission.

And something I really want to reiterate, these feelings are not my imagination. I am actually feeling something it’s just hard to tell if it’s wind or something else.

Jazakallah Khair

1 Answer

0 votes
by (697,400 points)
বিসমিহি তা'আলা 
 সমাধানঃ- 
 আল্লামা ইবনে নুজাইম রাহ,লিখেন,
 اﻟْﻘَﺎﻋِﺪَﺓُ اﻟﺜَّﺎﻟِﺜَﺔُ: اﻟْﻴَﻘِﻴﻦُ ﻻَ ﻳَﺰُﻭﻝُ ﺑِﺎﻟﺸَّﻚِّ ﻭَﺩَﻟِﻴﻠُﻬَﺎ ﻣَﺎ ﺭَﻭَاﻩُ ﻣُﺴْﻠِﻢٌ ﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺭَﺿِﻲَ اﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﻣَﺮْﻓُﻮﻋًﺎ {ﺇﺫَا ﻭَﺟَﺪَ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻓِﻲ ﺑَﻄْﻨِﻪِ ﺷَﻴْﺌًﺎ ﻓَﺄَﺷْﻜَﻞَ ﻋَﻠَﻴْﻪِ ﺃَﺧَﺮَﺝَ ﻣِﻨْﻪُ ﺷَﻲْءٌ ﺃَﻡْ ﻻَ ﻓَﻼَ ﻳَﺨْﺮُﺟَﻦَّ ﻣِﻦْ اﻟْﻤَﺴْﺠِﺪِ ﺣَﺘَّﻰ ﻳَﺴْﻤَﻊَ ﺻَﻮْﺗًﺎ، ﺃَﻭْ ﻳَﺠِﺪَ ﺭِﻳﺤًﺎ} 
ভাবার্থঃ তৃতীয় উসূল,ঈয়াক্বিন(দৃঢ় বিশ্বাস)সন্দের দ্বারা খতম হয় না। [তথা কারো কোনো বিষয় সম্পর্কে দৃঢ় বিশ্বাস থাকলে, সে বিষয় সম্পর্কে বিপরিত কোনো সন্দেহের উদ্রেক হলে পূর্ব বিশ্বাসের কোনো ক্ষতি হবে না।অর্থাৎ নতুন করে জন্ম নেয়া সন্দেহ অগ্রহণযোগ্য ] 

 মুসলিম শরীফের সনদে বর্ণিত হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত হাদীস তার উজ্জল দৃষ্টান্ত। হাদীসটি এই,
রাসূলুল্লাহ সাঃ বলেন,যদি কারো তার পায়ুপথে কিছু বের হওয়ার সন্দেহ হয়।এবং উক্ত বের হওয়া না হওয়া নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়।তাহলে সে যেন মসজিদ থেকে (অজু করার নিমিত্তে) বের না হয়,যতক্ষণ না সে বায়ুর আওয়াজ শুনছে বা এর দুর্গন্ধ তার নাকে আসছে। (আল-আশবাহ ওয়ান-নাযাইর;1/47-48) 

 সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
 দ্বীন-ইসলাম সম্পর্কে জানা ও মানার আগ্রহ দেখে এবং i.o.m এর প্রতি আশ্বস্ত দেখে আমি যারপরনাই আনন্দিত।আল্লাহ পাক আপনাদেরকে দ্বীনের উপর সর্বদা অঠল-অবিচল রাখুন।সেই কামনা ও প্রত্যাশা। আপনার পূর্ব থেকেই অজু থাকলে সন্দেহের ধরুণ আপনার অজু চলে যাবে না।যতক্ষণ না অজু চলে যাবার পূর্ণ ঈয়াক্বিন বা দৃঢ়বিশ্বাস হচ্ছে। তাই এমতাবস্থায় নিঃসন্দেহে আপনি নামায-ইবাদত চালিয়ে যান।এটা খানাছা নামক এক প্রকার শয়তানের কুমন্ত্রণা। এ কুমন্ত্রণা থেকে বাঁচতে বেশীবেশী করে "আউযু বিল্লাহি মিনাশ-শাইত্বানির রাযিম "পড়বেন। নামাযে বায়ু বের হওয়ার যে সন্দেহ বারবার আপনার মনে উদ্রেক হয় তা দূর করতে হবে। এবং দূর করার জন্য আপাতত চেয়ারে বসে বেশ নড়াচড়া না করে নামায আদায় করুন।ফুকাহায়ে কিরাম এমনই পরামর্শ দিয়ে থাকেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 212 views
...