আসসালামু আলাইকুম,
আমরা চার বোন।আমি বড়। পড়াশুনা করবো জন্য বিয়ে করিনি।তাই আমার ছোট দুইবোনকে বিয়ে দেওয়া হয়। তৃতীয় বোনের বয়স যখন ১৪ তখন ওকে বিয়ে দেওয়া হয়, এখন ১৫.৫ চলছে।আমার আব্বু প্রবাসী এবং ধার্মিক না।উনি আমার বোনকে বিয়ে দেয় একজন প্রবাসী ছেলের সাথে যে আমার বোনের চেয়ে ১৬/১৭+ বছরের বড়।বিদেশ থাকাকালীনই বিয়ে হয় ফোনের মাধ্যমে। কয় মাস পরে দেশে আসলে পরে আবার বিয়ে দেয়। আমার বোনের শশুরবাড়ী আর আমাদের বাড়ি ছিলো একই এলাকায়।সংসার শুরু হবার কিছুদিন পরেই শুরু হয় নানান সমস্যা।ওর স্বামী কখনও নামাজ পড়ে না,আল্লহর কালাম জানে না,এমনকি শুক্রবারেও নামাজ পড়ে না,আযানের সময় বক্সে গান বাজায়,সাথে ছিলো অশিক্ষিত ।আমার বোনের প্রতিও যত্ন নিতো না।ওকে অনেকবার শারীরিক ভাবে টর্চার করে,আমার বোন বাড়িও চলে এসেছে বা ওকে রেখে গেছে তিন /চার বার।প্রত্যেকবার আবার সবাই ওকে বুঝায়ে দিয়ে পাঠায়ছে।লাস্টবার ওকে মুখ বেধে শারীরিক অত্যাচার করছে,লাঠি দিয়ে মেরে সারাগায়ে কালো দাগ পর্যন্ত করে দিছে।এরপর আমার বোন চলে আসছে একেবারে।ওর স্বামীও ভয়ে বিদেশে চলে গেছে ভাবছে যদি কেইস করে।আমাদের বাড়ির লোকও কোনো পদক্ষেপ নেয়নি।আমার আব্বুর কথা মেয়ে মরলেও মরে যাক কিন্তু সংসার থেকে যেন ফিরে না আসে।তারপর আমার বোন আমাদের বাড়িতেই আছে।ওকে আবার স্কুলে ভর্তি করে দেওয়া হয়।এরপর এইভাবেই ৯+ মাস হয়ে যাচ্ছে।এরমধ্যে কখনও ওর শশুরবাড়ীর কেউ বা ওর স্বামী কখনও যোগাযোগ করেনি।উপরন্তু আমাদের নিয়ে ওর শশুর পাড়ায় বা দোকানে বসে হাসিঠাট্টা করছে।এখন এতদিন পর এসে ওই ছেলে নাকি আমার আব্বুর কাছে গিয়ে মাফ চাচ্ছে বলছে আমি বুঝিনি তাই এইগুলা করে ফেলছি,আমার বোন এখন যা বলবে তাই করবে।এখন আমার আব্বু চাচ্ছে ছয়মাস ফোনে কথা বলে দেখুক কেমন কি। কিন্তু আমার বোন বলে আপনার মেয়ে বেশী হলে আমাকে মেরে ফেলেন তবুও আমাকে দিয়ে পাঠায়েন না।আমার আব্বু ছাড়া কেউ আর এই সম্পর্ক ঠিক করতে চায় না।আমার আব্বুর কথা আবার বিয়ে দিতে ৮/৯ লাখ নাকি টাকা লাগবে।অথচ দুইজনকেই বিয়ে দিছিলো যৌতুক ছাড়া।আমরা মধ্যবিত্ত।আমি একটা পাবলিক ভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি।ইনকাম নাই আর ছেলে না জন্য আমার কথারও কোন দাম নাই।এখন আমার মা বাবা আমার বোনকে চাপ দিচ্ছে, এমনকি মা মারধর পর্যন্ত করতেছে কথা বলার জন্য।কিন্তু আমার বোন চাপে পড়ে কিছু করলেও মন থেকে কখনোই মানতে পারবে না।এক্ষেত্রে ইসলাম কি বলে? আমার কি করণীয় এক্ষেত্রে? বড় বোন হয়েও কিছুই করতে পারছি না। আমার ভয় হয় ওই আবার কিছু করে না বসে।