আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
এক বোনের সামাজিক অবস্থান, পারিবারিক ঝামেলা আরও বেশ কিছু কারণে স্বামী তালাক দিয়ে দিয়েছে।
ঐ বোন চেয়েছিলেন সংসার করতে। স্বামীকে তালাক না দেয়ার অনুরোধ করার পরও স্বামী ফোনে ভয়েস রেকর্ড করে ৩ তালাক দিয়ে দেন। স্বামী উনাকে কোনভাবে ফিরিয়ে নিবেন না এটাই চুড়ান্ত সিদ্ধান্ত। এখন উনি ইদ্দত পালন করছেন।
প্রশ্ন -১: ইদ্দতের সময়টাতে কি স্বামীর জন্য দুয়া করা যাবে?
প্রশ্ন-২: এই সময়ে কি স্বামীর ছবি দেখতে পারবেন?
প্রশ্ন-৩: স্বামী ফোন করলে ফোনে কথা বলতে পারবেন (দেশের বাইরে থাকেন স্বামী)?