আসসালামু আলাইকুম
আমার রোগ (PCOS) জনিত কারণ এ অনিয়মিত মাসিক হয়। আমার মাসিক- ১ দিন অল্প রক্তের কয়েক ফোটা গেলে, আবার ২/৩ দিন বন্ধ থাকে আবার ৫ম দিনে যেয়ে হয়। আমাকে আগে বলা হয়েছিলো - মাসিক শুরুর পর থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে। তাই গত ৮ এপ্রিল হতে শুরু হওয়া মাসিক এর জন্য আমি ১৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করি ( যদিও মাসিক আরও আগে বন্ধ হয়েছিল, কিন্তু হুটহাট শুরু হওয়ার সমস্যার জন্য অপেক্ষা করি) , ১৯ এপ্রিল দুপুর হতে নামায পড়া শুরু করি। গতকাল, ২ মে আসরের ওযু করতে যেয়ে দেখি আবার রক্তের ফোটা যাচ্ছে। তাই আমি গতকাল আসর হতে নামায বন্ধ রেখেছি। আজও নামায পড়ি নি এখনো ।
আমি এ নিয়ে বিধান জানতে চাচ্ছি, আমি কি নামায পড়বো? নাকি আবার ১০ দিন অপেক্ষা করবো? নাকি আমার নামায ইচ্ছাকৃত কাযা হচ্ছে?