আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
61 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)
এক আত্মীয় স্বামীর সাথে বনাবনি না হওয়ায় এবং অন্যান্য আরও কিছু সমস্যার কারণে তিনি স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। এবং আর সংসার করবেন না এই মর্মে প্রায় এক বছর তিনি বাবার বাড়িতে ছিলেন। এক বছর পর তিনি স্বামীর থেকে খোলা তালাক নিয়েছেন। (এই এক বছর তার স্বামীর সাথে কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্ক হয়নি।) সুতরাং ওনার গর্ভবতী হবার কোনো প্রশ্নই ছিল না।খোলা তালাকের পর পারিবারিক ভাবে ওনার আবার বিবাহ হয়।এখন সমস্যা হলো, উনি ইদ্দত পালন করেছেন কিন্তু ওনার হায়েয অনেক বেশি অনিয়মিত।৩-৮মাস পরে পরে হায়েয হয়। এখন ওনার দ্বিতীয় বিয়ে টা কি শুদ্ধ হয়েছে ? উনি ইদ্দত পালন করেছেন কিন্তু ওই ৩ মাস ১০ দিন ওনার একবার ও হায়েয হয়নি।যেহেতু স্বামীর থেকে প্রায় এক বছর কোনো শারীরিক সম্পর্ক ছাড়া আলাদা ছিলেন এবং এরপর খোলা তালাক নিয়েছেন সেক্ষেত্রে ওনার জন্য কি তালাকের পর ৩ হায়েয অবদি অপেক্ষা করা বাধ্যতামূলক ছিল? আল্লাহ না করুন ওনার বিয়েটা যদি শুদ্ধ না হয়ে থাকে তাহলে এই মুহূর্তে তার করণীয় কি? তিনি এই বিষয় এ জানতেন না যে ৩ মাস ইদ্দতে ৩বার হায়েয হওয়া বাধ্যতামুলক।

1 Answer

0 votes
by (652,320 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে মহিলা নাবালক বা অতিশয় বৃদ্ধ হওয়ার দরুণ হায়েয থেকে নিরাশ নয়, এমন মহিলাকে হায়েয দ্বারাই ইদ্দত গণনা করতে হবে। প্রতি মাসে হায়েয না আসলেও তাকে হায়েয দ্বারা ইদ্দত গণনা করতে হবে। যদি কোনো মহিলার হায়েয আসতে দেড়ী হয়, তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নের বিবরণমতে যেহেতু ঐ মহিলার ইদ্দত পালন হয়নি, তাই ঐ মহিলার দ্বিতীয় বিয়ে শুদ্ধ হয়নি। তাকে ইদ্দত পালন পূর্বক আবার বিয়ে করতে হবে।
لما في رد المحتارمع الدر:
"و عندنا ما لم تبلغ حد الإياس لا تعتد بالأشهر وحده خمس وخمسون سنة هو المختار لكنه يشترط للحكم بالإياس في هذه المدة أن ينقطع الدم عنهامدة طويلة وهي ستة أشهر في الأصح ثم هل يشترط أن يكون انقطاع ستة أشهر بعد مدة الإياس، الأصح أنه ليس بشرط حتى لو كان منقطعا قبل مدة الإياس ثم تمت مدة الإياس وطلقها زوجها يحكم بإياسها وتعتد بثلاثة أشهر هذا هو المنصوص في الشفاء في الحيض وهذه دقيقة تحفظ اه."(كتاب الطلاق، باب العدة، ج:3، ص:516، ط:سعيد)

وفي النهر الفائق شرح کنز الدقائق :
"التي حاضت ثم امتد طهرها لا تعتد بالأشهر إلا إذا بلغت سن الإياس. وعن مالك انقضاؤها بحول وقيل بتسعة أشهر ستة لاستبراء الرحم (وثلاثة أشهر) للعدة ولو قضى به قاض نفذ.قال الزاهدي: وقد كان بعض أصحابنا يفتون به للضرورة خصوصًا الإمام والدي/ وفي (البزازية) والفتوى في زماننا على قول مالك في عدة الآيسة."(کتاب الطلاق، باب العدۃ، ج:2، ص:476، ط:دار الکتب العلمیة)


و في الفتاوی الهندية:
"إن كانت آيسة فاعتدت بالشهور، ثم رأت الدم انتقض ما مضى من عدتها، وعليها أن تستأنف العدة بالحيض ومعناه إذا رأت الدم على العادة؛ لأن عودها يبطل الإياس هو الصحيح كذا في الهداية."(کتاب الطلاق، الباب الثالث عشر، ج:1، ص:529، ط:رشیدیه)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...