আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
31 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (6 points)
edited by
আসসালামু আলাইকুম , কিছু প্রশ্ন,

১, বারযাখ জীববে ঈমানদার কি হালতে থাকবে, পাপী বা পাপহীন ব্যাক্তির কেমন অবস্থায় থাকবে। আমি একবার শুনেছিলাম, ঈমানদাররা সবুজ পাখির মত একে অপরের বাসায় বেড়াতে যাবে, তাদের বাসা হবে গাছের মধ্যে , এটা কি সত্যি ?

২. আমি সারাদিন সবকিছু আল্লাহর সাথে বলতে থাকি, ছোটো খাটো ব্যপার গুলোও। যেমন, আমার বাগান করার ইচ্ছা, তাই আল্লাহকে বলি, আল্লাহ আমি একটা সবজি বাগান করতে পারলে অনেক খুশি হতাম, তুমি কি আমাকে খুশি করতে চাও না? তাহলে একটা বাগান করার ক্ষমতা দাও। এইরকম বলা জায়েজ?

৩. রাতে ঘুমানোর আগের আমল গুলা করে, যেমন আয়াতুল কুরসি, তিন কুল এগুলা পড়ার পর সুরা মুলক পড়লে হবে? নাকি আগেই পড়তে হবে?

৪.  টয়লেটে গিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলা যাবে? বা ইস্তেগফার করা যাবে?

৫. এক বর্ননায় পড়েছিলাম ইয়াহিয়া আ: সবসময়ই আল্লাহর ভয়ে অনেক ভীত থাকতেন এবং কান্না করতেন। তিনি কি শুধু ভয়ই পেতেন? আল্লাহর রহমত থেকে নিরাশ ছিলেন?

৬. প্রায়ই অজুর পরপর পিছনের লজ্জাস্থান থেকে বুদবুদ এর মতো হয়, আমি মোটামুটি ৯০-৯৫% নিশ্চিত এটা ভিতর থেকে গ্যাস আসে নি, কারন তা হলে আমি স্পষ্ট বুঝতাম, তাই নামাজ চালিয়ে যাই। এটা কি সহিহ? এই সমস্যা শুধু অজুর পরপর হয়।

৭. সুদি লোন নিয়ে কোনো বাড়ি কেনা হলে, ওই বাড়িতে থাকা বা ওই বাড়ি থেকে প্রাপ্য ভাড়া হারাম হবে?

1 Answer

0 votes
by (653,160 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
’আবদুর রহমান ইবনু কা’ব ইবনু মালিক (রহ.) থেকে তার পিতার সূত্রে বর্ণিত।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا حَضَرَتْ كَعْبًا الْوَفَاةُ أَتَتْهُ أُمُّ بِشْرٍ بِنْتُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ فَقَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِنْ لَقِيتَ فُلَانًا فَاقْرَأْ عَلَيْهِ مِنِّي السَّلَامَ قَالَ غَفَرَ اللهُ لَكِ يَا أُمَّ بِشْرٍ نَحْنُ أَشْغَلُ مِنْ ذَلِكَ قَالَتْ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَمَا سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فِي طَيْرٍ خُضْرٍ تَعْلُقُ بِشَجَرِ الْجَنَّةِ قَالَ بَلَى قَالَتْ فَهُوَ ذَاكَ
তিনি বলেন, কা’ব (রাঃ)-এর মৃত্যু ঘনিয়ে এলে তার নিকট উম্মু বিশর বিনতুল বারাআ ইবনু মারূর (রাঃ) এসে বলেন, হে আবূ ’আবদুর রহমান! তুমি অমুকের সাক্ষাত পেলে আমার পক্ষ থেকে তাকে সালাম পৌঁছাবে। তিনি বলেন, হে উম্মু বিশর! আল্লাহ্ তোমাকে ক্ষমা করুন। আমি এখন তার চেয়ে জরুরী কাজে ব্যস্ত আছি। তিনি বলেন, হে আবূ ’আবদুর রহমান! তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনোনিঃ মু’মিন ব্যক্তির আত্মা সবুজ পাখির মতো অবস্থান করে জান্নাতের গাছের সাথে ঝুলে থাকে? তিনি বলেন, হ্যাঁ। উম্মু বিশর (রাঃ) বলেন, প্রকৃত কথা এটাই।(তিরমিযী ১৬৪১, নাসায়ী ২০৭৩, আহমাদ ১৫৩৪৯, ১৫৩৬০, ১৫৩৬৫, ২৬৬২৫, মুয়াত্তা মালেক ৫৬৬, মিশকাত ১৬৩১)

(২) আল্লাহ কাছেই আমাদের সকল প্রকার সাহায্য চাইতে হবে।

(৩) বাদ আসর থেকে নিয়ে ফজরের পূর্ব পর্যন্ত সন্ধ্যার আমলগুলো করা যাবে।  রাতে ঘুমানোর আগে করলেও হবে।

(৪) টয়লেটে গিয়ে মনে মনে আল্লাহর সাথে কথা বলা যাবে। মনে মনে ইস্তেগফার করা যাবে।

(৫) তিনি আল্লাহর রহমত থেকে নিরাশ ছিলেন না। বরং এমনিতেই ভয়ে থাকতেন।

(৬) জ্বী, নামাজ চালিয়ে যাবেন। এটা সহিহ।

(৭) সুদি লোন নিয়ে কোনো বাড়ি কেনা হলে, ঐ বাড়িতে থাকা যাবে না। ঐ বাড়ি থেকে প্রাপ্য ভাড়া হারাম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...