আমি জানি যে অ‍্যামাজনে হোলসেল বিজনেস করা হালাল। কিন্তু কিছুদিন আগে যখন রাফা ধ্বংস করা হল তখন নিজ চোখে একটা ভিডিওতে দেখলাম যে অ‍্যামাজনের মালিক প্রত‍্যক্ষভাবে ইনভেস্ট করছে। যদি এটি সঠিক হয় তাহলে কী অ‍্যামাজনে বিজনেস করে ইনকাম করা হালাল হবে? বর্তমান প্রেক্ষাপটে কী ইহুদিদের পণ‍্য বর্জন করা ওয়াজিব?