আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (3 points)
একটি প্রশ্ন করেছিলাম(https://ifatwa.info/118946)।

1) যাদুবিদ্যার মতো অন্য কিছু আছে কি যেটা জায়েজ হতে পারে? আর আমি ‘মানুষের উপর’ যাদু করার কথা বলিনি।

2) অন্তরের অবস্থাতো আল্লাহ তা’য়ালাই জানেন। আন্দাজ করবো কি দেখে (উনি ভিন্ন এলাকার)? বিশেষত এই হুকুম কি সারাজীবনই মানতে হবে?

3) আর (সাধারণ ক্ষেত্রে) সন্তান উপার্জন করবে কি না সেটা কি বাবা-মার অনুমতি সাপেক্ষে হতে হবে? (যেমন আমাকে মাস্টার্স কমপ্লিট করা পর্যন্ত আয় করতে দেয়া হলো না।)

4)  বিয়ের বয়সের ক্ষেত্রে দেশের আইন যদি না মানি তাহলে গুনাহ হবে কিনা? (বিবাহ ওয়াজিব এবং সুন্নাত, উভয় ক্ষেত্রেই জানতে চাই)। আর উত্তম কি হবে?

5) সম্ভাবনা আছে যে, যে কোম্পানির অ্যাফিলিয়েট, তাদের ওয়েবসাইটের হোম পেজে (বা ক্ষেত্র বিশেষে সার্ভিসে) প্রাণী, বেগানা বা অশালীন ছবির থাকতে পারে। (আর এসব থাকার কথাটি সতর্কতা হিসেবে উল্লেখ করে দিলে যথেষ্ট হবে কি?)

6) ডিশ টিভির মতো একটি জিনিস (পার্থক্য এই, ডিশ টিভির জন্য ক্যাবল বা এন্টেনা সাপোর্ট করে এমন টিভি লাগে। কিন্তু এক্ষেত্রে তা জরুরী হবে না, ইন-শা-আল্লাহ। সাধারণ/অ্যান্ড্রয়েড টিভি সহ যেকোন ডিভাইসে সার্ভিস দেওয়া যাবে)। এতে হারাম কাজ ওভাবে সম্ভব নয়, কারণ এতে সাধারণ ডিস টিভির মতো কিছু লাইভ চ্যানেল থাকবে যা আমরাই চালাবো, অ্যাডও আমরা দেখাবো। আমি ভাবছিলাম যেহেতু টিভিকে হারাম বলা হয় তাই ‘টিভি’তে সার্ভিসটি দেওয়া যাবে কিনা, যাতে অনেকে একসাথে বা পারিবারিক ভাবে দেখতে পারেন।

7) এক্ষেত্রে মূলত টিভি কিনতে,/চালাতে সহযোগিতা করার ভয়ে সন্দেহ ছিল।

আল্লাহ তা’য়ালা আপনাদের খুব অনুগ্রহ ও বারাকাহ দান করুন।

1 Answer

0 votes
by (653,160 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) যাদুবিদ্যার মতো অন্য কি এমন হতে পারে, সেটা আমাদের জানা নেই। আল্লাহর কাছে চাইলে যেকোনো সমস্যার সমাধান অবশ্যই হবে।

(২) অন্তরের অবস্থা আল্লাহ তা'আলাই জানেন। বাহ্যিক অবস্থা বিবেচনায় আপনি আন্দাজ করবেন। 

(৩) সাধারণ ক্ষেত্রে সাবালক সন্তান উপার্জন করবে কি না? সেটা সে নিজেই ঠিক করবে।তবে লেখাপড়া ও সামাজিক দিক বিবেচনায় মাতাপিতান সাথে পরামর্শ করেই নির্ধারণ করবে। 

(৪) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/36

(৫) প্রশ্নটি অসম্পূর্ণ। দয়াকরে কমেন্টে উল্লেখ করে জানাবেন।এবং অপেক্ষা করবেন, আমরা উত্তর জানাবো।

(৬) টিভি তে সার্ভিসটি দেওয়া যাবে।
(৭) এক্ষেত্রে মূলত টিভি কিনতে,/চালাতে সহযোগিতা করার প্রশ্নটি অবান্তর।  


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (3 points)
লিংকটা এমনভাবে ছিল যে page not found দেখাচ্ছিল। ইহা হলো আগের প্রশ্নের লিংক  https://ifatwa.info/118946  (কিছু মনে করবেন না)। 

4)❤️
5) পূর্ণ প্রশ্নটি এরূপ,"একটি ইসলামিক ম্যাগাজিনে (তাদের কনটেন্ট বৃদ্ধির মাধ্যমে সাহায্য করার জন্য) লেখার ইচ্ছা। সেখানে কোন কোম্পানি বা তাদের সার্ভিসের নাম উল্লেখ করার জন্য কোম্পানির কাছ থেকে টাকা নেওয়ার মাধ্যমে কিছুটা উপার্জনের ইচ্ছা (অ্যাফিলিয়েট বলতে পারেন)। জায়েজ বা উচিত হবে? নিয়ত, সাওয়াব কমে যাওয়া নিয়ে বেশি চিন্তিত। এছাড়াও এফিলিয়েটটি কাফেরদের কোম্পানি হতে পারে। সম্ভাবনা আছে যে, কোম্পানির ওয়েবসাইটের হোম পেজে (বা ক্ষেত্র বিশেষে সার্ভিসে) প্রাণী, বেগানা বা অশালীন ছবি থাকতে পারে। (আর এসব থাকার কথাটি সতর্কতা হিসেবে উল্লেখ করে দিলে যথেষ্ট হবে কি?)। বাবা-মায়ের তত্ত্বাবধানে থাকি, তবে কিছু টাকা নিজের কাছেও থাকলে ইন-শা-আল্লাহ ভালো হবে (যদিও বাবা মা uni তে উঠার আগে উপার্জন করতে না করেছে)।
7) এটা আগের প্রশ্নের উত্তরের ব্যাপারে একটি কমেন্টের মতো ছিল। আগেরটা দেখতে পারেন। (লিংক comment এর শুরুতে)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...