বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّىٰ يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ ۚ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَىٰ مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ
যখন আপনি তাদেরকে দেখেন, যারা আমার আয়াত সমূহে ছিদ্রান্বেষণ করে, তখন তাদের কাছ থেকে সরে যান যে পর্যন্ত তারা অন্য কথায় প্রবৃত্ত না হয়, যদি শয়তান আপনাকে ভূলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর জালেমদের সাথে উপবেশন করবেন না।(সূরা আনআম-৬৮)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
আপনি আর ঐ সেলুনে যাবেন না। এলাকার গণ্যমান্য ও ইসলামপ্রিয় প্রবীণ ব্যক্তিদের সাথে সেলুনওয়ালার মন্তব্য নিয়ে শান্তিপূর্ণ আলোচনা করে তাকে তার ভুল বুঝানোর চেষ্টা করবেন। যদি দেখেন, পরিবেশ অশান্ত হতে পারে, তাহলে এ নিয়ে আর কথা বাড়াবেন না। আল্লাহ আপনাকে তাওফিক দান করুক।আমীন।