আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
51 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (19 points)
1. আস-সালামু আলাইকুম উস্তায
আমার কাকির মেয়ে সন্তান হয়  জন্মের দিনথেকেই বাবু অনেক অসুস্থ হয় রাজশাহী মেডিকেলে ভর্তি ছিলো প্রায় ১৫ দিন অসুস্থ থাকা অবস্থায় কাকি আল্লাহর কাছে মানত করেছিলো যে,

"" যদি উনার মেয়ে সুস্থ হয়ে যায় তাহলে টানা ১ মাস রোজা রাখবে""

কিন্তু উনার মেয়ে ১ মাস বয়সেই মারা গিয়েছে
" এখন উনাকে কি এই ১ মাস রোযা রাখতে হবে?"
আর যদি রোজা রাখতে হয় তাহলে কি টানা রোযা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখতে পারবে?

2. আসসালামু আলাইকুম শায়েখ।স্বর্ণ বন্ধক রাখা জায়েজ কি না? ধানের উপর টাকা নেয়া যাবে কিনা?  যেমন ক্ষেতে ধান আসার আগেই বিক্রেতার কাছ থেকে ২০০০০ টাকা নিবে এই বলে যে ১০ মণ ধান দিবে ধান উঠলে। এভাবে টাকা নেয়া জায়েজ কি না?

3. আসসলামু আলাইকুম,আমি মোবাইলের অ্যাপ এর সময় অনুযায়ী নামাজ পরি।এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে,
১।অ্যাপ গুলোর সময়সীমা কি সঠিক?
২। আর অ্যাপ এর সময় অনুযায়ী নামাজ পড়লে কি নামাজ হবে?
জানালে অনেক উপকার হতো
জাজাকাল্লাহু খায়রান

4. আসসালামু আলাইকুম,আমার অনেক আত্নীয় কোন রোগ যেমন,কানে ব্যাথা,দাঁতে ব্যাথা,এলার্জি এসবের জন্য পাশের গ্রামে গিয়ে পোকা খুলে,এক মহিলা নাকি কি গাছের জড় দিয়ে বাড়ি দিলে,কান,দাঁত,নোখ,চামড়া থেকে পোকা পরে এতে ব্যাথা কমে,কারো কারো নাও কমতে পারে,এগুলি বিষয়ে জানতে চাই,এসব কি জায়েজ?এটা কি ধরনের চিকিৎসা?

5. Assalamuwalaikum.  Ami amar rag kono vabei Control korte parina.ki korle ami rag Theke mukti pabo in sha Allah? R amar prochur Abeg. Abeg dekhiye Manush er kach theke ank khotir somokkhin hoi.

6. আসসালামু আলাইকুম। ৩ রাকআত বেতের নামাজে ১ম রাকআতে সূরা 'আলা ই কী পড়তে হবে?

আর ফরজ নামাজে শুনেছিলাম ৩য় ও ৪র্থ রাকআতে সূরা ফাতিহার পর সূরা মিলাতে হয় না।  আসলেই কী তাই?

1 Answer

0 votes
by (689,100 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
হযরত আয়েশা রাযি থেকে বর্ণিত,
ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻄﻴﻊ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﻄﻌﻪ ﻭﻣﻦ ﻧﺬﺭ ﺃﻥ ﻳﻌﺼﻴﻪ ﻓﻼ ﻳﻌﺼﻪ
রাসূলুল্লাহ সাঃ বলেন, যে ব্যক্তি আল্লাহর অানুগত্যশীল কোনো জিনিষ দ্বারা মান্নত করবে,সে যেন তা পূর্ণ করে। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা মূলক কোনো জিনিষ দ্বারা মান্নত করবে, সে যেন তা পূর্ণ না করে।(সহীহ বোখারী-৬৩১৮)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/375

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উনাকে ১ মাস রোযা রাখতে হবে। ১ মাস রোযা রাখা ওয়াজিব।


(২) ক্ষেতে ধান আসার আগেই বিক্রেতার কাছ থেকে ২০০০০ টাকা নিবে এই বলে যে ১০ মণ ধান দিবে ধান উঠলে তা দিয়ে দিবে। এটা জায়েয। এটার নাম বয়ে সালাম।  তবে ধানের মান ও প্রকার ও পৌছানোর তারিখ সুনির্দিষ্ট হতে হবে।

(৩) আপনি ইসলামিক ক্যারেন্ডার ক্রয় করে সেই অনুযায়ী নামায পড়বেন।

(৪) এটা চিকিৎসা। এটা করাতে পারবেন।

(৫) আপনি রাগের মুহূর্তে আউযুবিল্লাহ পড়বেন।

(৬) রাকআত বেতের নামাজে ১ম রাকআতে সূরা 'আলা ই কী পড়া জরুরী নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...