আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
19 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (20 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ্ সম্মানিত উস্তাজ।

প্রচুর পেরেশানি উস্তাদ আশা করি সঠিক পরামর্শ দিবেন ইনশাআল্লাহ।কোনো বিবাহিত মেয়ের বাবার ইনকাম এ কিছু হারাম থাকলে তা গ্রহন করতে পারবে না মেয়ে কিন্তু উস্তাজ বলেছিল হারাম সম্পর্কে নিশ্চিত না হলে মেয়ে গ্রহন করতে পারবে না কিন্তু মেয়ের মনে অতিরিক্ত ভয় হালাল হারাম নিয়ে  সে কি করবে কিছু বুঝতে পারছে না।পরিবার বেদ্বীন এবং সেখানে হালাল হারাম বেছে চলা অবশ্যই কষ্টকর।মেয়েটির বাবা সিকিউরিটি গার্ডের চাকরি করে এবং মেয়েটির সন্দেহ রয়েছে যে তার বাবার ইনকামে কিছু হারাম হতে পারে,এখন বাবা মা অনেক সময় তো অনেক সময় তো অনেক কিছু দেয় এবং বারন করলেও দিবে আর মেয়েটির স্বামীও দ্বীন পালন করে না তাকে বুঝিয়েও হয়তো লাভ নেই,আর যদি মেয়ে সেই সমপরিমাণ টাকা সাদাকা করে দিতে চায় তাও পারবে না কারন মেয়ে তো কোনো চাকুরী করেনা,স্বামীও দিবেনা।এমনিতেই স্বামী শুধু টাকা ভাঙে,মেয়ের এমন কোনো জামাও নেই যেটা স্বামীর টাকায় কেনা,এমনকি বোরকাও না সেটাও বাবার বাড়ির।
মেয়ে ৭ মাসের প্রেগন্যানট তো ডাক্তার বলেছে শরীরে রক্ত কম আছে তিনটা রক্তের সেলাইন দিতে,তো বাবার বাড়ি থেকে ৩০০০ টাকা দিছে এখন মেয়ে কি করবে তারতো চাকরি নেই যে সে তিন হাজার টাকা সাদাকা করে দিবে। খুব পেরেশানিতে আছে উস্তাদ,এখন ঐ টাকা দিয়ে মেয়েকে কোনো কিছু যদি কিনে দেয় তার স্বামী সেটা কি হারাম? সেক্ষেত্রে এই অসহায় মেয়েটি কি করবে।
আর আবার এরকম পরিস্থিতি সৃষ্টি হলে সে কি করবে,যেহেতু গর্ভবতী সেহেতু মা বাবাই হয়তো বেশি টাকা দিবে পরবর্তীতে কারন মেয়েটির স্বামীতো টাকা ভেঙে ফেলে। উস্তাজ মেয়েটির জন্য দুয়া করবেন যেন আল্লাহ তার সবকিছু সহজ এবং কল্যানকর করে দেয়।

অনেক অনেক জাজাকাল্লহ খইর উস্তাদ।

1 Answer

0 votes
by (78,420 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

https://www.ifatwa.info/1900  নং ফাতাওয়ায়

উল্লেখ রয়েছে যে,

অবৈধ ও হারাম সম্পত্তির মালিকের নিকট থেকে হাদিয়া গ্রহণ সম্পর্কে কিছুটা ব্যাখ্যা রয়েছে।

(১) লোকটির সম্পূর্ণ সম্পত্তিই হারাম।এবং সে তার ঐ সম্পত্তি থেকেই কাউকে হাদিয়া দিতে চাচ্ছে।

(২) লোকটির সম্পত্তিতে হালাল-হারামের সংমিশ্রণ রয়েছে। কোন গুলো হারাম আর কোনো গুলো হালাল,তার পরিচয় লাভের কোনো সুযোগ নেই।

তবে হারামের আধিক্যর সম্ভাবনাই বেশী। উক্ত ব্যক্তিটি তার ঐ মিশ্রিত সম্পদ থেকে হাদিয়া দিতে চাচ্ছে।

(৩) দ্বিতীয় প্রকারের উল্টো তথা-লোকটির সম্পত্তিতে হালাল-হারামের সংমিশ্রণ রয়েছে। কোন গুলো হারাম আর কোনো গুলো হালাল, তার পরিচয় লাভের কোনো সুযোগ নেই।

তবে হালালের আধিক্যর সম্ভাবনাই বেশী। উক্ত ব্যক্তিটি তার ঐ মিশ্রিত সম্পদ থেকে হাদিয়া দিতে চাচ্ছে।

(৪) হারাম সম্পত্তির মালিক তার হারাম টাকা থেকে হাদিয়া দিচ্ছে না। বরং কারো থেকে হালাল টাকা ধার করে বা কারো কাছ থেকে অর্থ নিয়ে হাদিয়া দিচ্ছে।

১ম নং এবং ২য়নং সূরতে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে হাদিয়া গ্রহণ জায়েজ হবে না। আর ৩য় সুরতে জায়েয হলেও, গ্রহণ না করাই উত্তম।

এবং ৪র্থ সুরতে হাদিয়া গ্রহণ জায়েজ।

,

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

,

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বাবার মূল ইনকাম হালাল। তাই নিশ্চিত না জেনে শুধু শুধু সন্দেহ করা ঠিক না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মেয়ে বাবার ঐ টাকা ব্যবহার করতে পারবেন এবং বাবা মা কোনো কিছু হাদিয়া দিলেও তা মেয়ে গ্রহণ করতে পারবেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 198 views
0 votes
1 answer 240 views
0 votes
1 answer 149 views
0 votes
1 answer 182 views
0 votes
1 answer 164 views
...