আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,,, হুজুর কিছুদিন আগে আমার হাজবেন্ডের সাথে আমার ওয়াটসএপ এ কথা হয়,,,,সেখানে আমি বলেছিলাম যদি দ্বায়িত্ব নিতে পারেন তাহলে ভালো করে নেন আর যদি না পারেন তাহলে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না,,,,সে তখন বলে "তালাক",,,,, মানে এখানে তালাক দিব বলতে চেয়েছিল,,,,সে পরবর্তীতে বলছে তার কোনো নিয়ত ছিল নাএই ছেড়ে দেয়ার শুধু আমাকে জব্দ করার জন্য বলেছে,,,আবার সে পুর্বে আমাকে সরাসরি মেসেজে ১ তালাক ১ তালাক করে দুইবার তালাক দিয়েছে,,,,কিন্তু এখন বর্তমানে সে বলছে তালাক দেয়ার নিয়ত যেহেতু ছিল না সে বলছে তওবা করে নিছে,,,সে আর কোনোদিন তালাকের কথা বলবে না,,,,বলছে ২ নাম্বার পর্যন্ত থাকুক,,,৩য় টা স্লিপ অফ টাং,,,আমার ভুল হয়েছে,,,আমি মাফ চেয়ে নিছি,,,,আমার এখন করণীয় কি? ভুল ভাবে তালাক বের হয়ে গেলে কি সংশোধনের উপায় আছে?