আস্সালামুআলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারকাতুহু
আমার শ্বশুর বেচে নেই। আমার শ্বাশুড়ি এবং অবিবাহিত ননদ সুদের টাকা দিয়ে দিন যাপন করেন এবং ইসলামিক রিতি নিতী খুব একটা পালন করেন না। তাদের দায়িত্ব দুই ছেলে নিতে চান কিন্তু তারা তাদেরকে অভিভাবক মানতে চান না।নিজেদের খেয়াল খুশি মত বিলাসিতা করে চলেন। তবে ওই পরিবারে আমার ইসলাম মেনে চলতে খুব বেশি অসুবিধা হয়না কিন্তু তিনি সুদের ব্যপার হারাম জেনেও ওই টাকাতে জীবন যাপন করেন।এক্ষেত্রে তাদের সাথে সম্পর্ক ঠিক রেখে আমি আর আমার হাজবেন্ড আলাদা হয়ে গেলে কি গুনাহ হবে? আমার সন্তান হয়েছে আমি তাকে দ্বিনী পরিবেশ দিতে চাই ইং শাহ্ আল্লাহ।