আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
50 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (15 points)
1. Ami feel kortechi amar iman amol onekta kome geche __hotash hoye thaki beshirvag somoy . Sob thekew ki jeno nei . Alhamdulillah allah swt sob e diyechen amake ja sobai asha kore kintu tar porew amar majhe emon akta vab thake ki jeno nei ki jeno nei ..  What i can do for that ?

2. Amar personality theke mone hoy onekta sore eshechi , ami jotota strong personality hold kortam seta theke shore eshechi deeni porasunay o pichiye porechi kichu gunah hoyeche unintentionally and bandar hok nosto hobar moto gunah o royeche  etai amake beshi hotash kore j ami karo hok nosto korechi and tader kache seta maf caitew parteci na .etar jonno ki ki amol korte pari ? tader nam a sadaka kora soho aro ki ki amol korte pari ?

3. Goto 3 din ami namaj porte pari ni osustho ta er jonno _kintu akhon mone hocce ami jodi aktu kosto sojjho kortam tahole hoyto namaj porte partam _ kaza namaj porar pashapashi nijer iman baranor jonno ki ki kora jete pare ?

4.Shopne dekhi amar ammu heart attack koreche ba korbe kintu esomoy amar kache kono taka nei tar treatment korar jonno ,ei shopner bekkha jante cacchi insha alloh.

5. Ami jin,jadu,bodnozor a akranto onektai sure . IRC te session niyechilam kono upokar pacchi na __ mainly kono somoy e aktana 7 din rukaya korte pari nai jotodin  theke jante perechi , kono na kono kaj eshei jay ar rukaya kora hy na .etar ki karon hote pare .  Hefajot er amol kortew oniha majhe majhei miss hoy ...
Pray for me ustadj

1 Answer

0 votes
by (656,550 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

(০১)
ইহ-পরকালীন সকল বিষয়ে ধৈর্য ও ছালাতের মাধ্যমে সাহায্য চাওয়ার হুকুম প্রদান করা হয়েছে। মহান আল্লাহ বলেন,
يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اسْتَعِينُوْا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللهَ مَعَ الصَّابِرِيْنَ، 
‘হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্য ও ছালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন’ (বাক্বারাহ ২/১৫৩)। 

অনুরূপ রাসূলুল্লাহ (ছাঃ) আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-কে আদেশ করেন, ‘জেনে রেখো অবশ্যই সাহায্য ধৈর্যের সাথে রয়েছে’।

ইসতিক্বামাত তথা দ্বীনের উপর অটল থাকার ব্যাপারে ধৈর্য বিশেষ গুরুত্ব রাখে। ছাহাবায়ে কেরাম যে ঈমান ও আমলের ক্ষেত্রে দ্বীনের উপর অটল থাকতে সক্ষম হয়েছিলেন, তার বড় কারণ ছিল ধৈর্য।

মহান আল্লাহ বলেন,

يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ، 

‘হে বিশ্বাসীগণ! তোমরা ধৈর্যধারণ কর। পরস্পরে দৃঢ় থাক এবং সদা প্রস্ত্তত থাক। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হ’তে পার’ (আলে ইমরান ৩/২০০)।

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি ধৈর্যধারণ করবেন,যাহা চাওয়ার তাহা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন,ভালো ফলাফলের চেষ্টার পাশাপাশি আল্লাহর উপর পূর্ণ ভরসা করবেন,নিয়মিত নামাজ শরীয়তের বিধান মেনে চলবেন, 
হতাশ হবেননা।
ধৈর্যধারণ করবেন,ইনশাআল্লাহ সফলতা আপনার পদচুম্বন করবে।

নিম্নোক্ত দোয়া করতে পারেনঃ-
ক্বাতাদাহ (রহঃ) বলেন, হাসান বাছরী (রহঃ) দো‘আ করতেন,
 اللهم أنت ربنا، فارزقنا الاستقامة
 ‘হে আল্লাহ! তুমি আমাদের রব। তুমি আমাদেরকে তোমার অটল থাকার তাওফীক দাও’।
(ইবনু কাছীর, তাফসীর সূরা হা-মীম সাজদা ৩০ আয়াত।)
,
★আলী (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) আমাকে বলেন, তুমি বল,
اللَّهُمَّ اهْدِنِىْ وَسَدِّدْنِىْ  

‘হে আল্লাহ! তুমি আমাকে সুপথ প্রদর্শন কর এবং আমাকে সরল পথে পরিচালিত কর। আর তুমি সুপথের সংকল্প কর এবং সঠিক পথে স্থির থাক, যেভাবে তীর তার লক্ষ্যে স্থির থাকে।
(মুসলিম হা/২৭২৫; মিশকাত হা/২৪৮৫।)

আপনার মন অশান্তিতে আছে।এ জন্য আপনি নিয়মিত ধারাবাহিক আল্লাহর যিকির করতে থাকুন-দেখবেন মন শান্ত হবে।
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।(সূরা রা'দ-২৮)

পুরুষ হলে দ্রুত চিল্লায় চলে যেতে পারেন।
নারী হলে মাস্তুরা জামাতে যেতে পারেন।

দাওয়াত ও তাবলিগের মেহনতের সাথে যুক্ত হয়ে কমপক্ষে এক চিল্লা দিলে ইনশাআল্লাহ এহেন অবস্থা থেকে আপনি সহজেই পরিত্রান পাবেন। 

আরো কিছু আমল জানুনঃ

(০২)
আপনি যদি টাকা-পয়সার জনিত হক নষ্ট করে থাকেন, সেক্ষেত্রে সে টাকা পয়সা তাদের কাছে পাঠিয়ে দিবেন।

প্রয়োজনে তাদের মোবাইলে ফ্লেক্সিলোড করে দিবেন বা বিকাশ নগদ ইত্যাদি মাধ্যমে পাঠিয়ে দিবেন।

অথবা তাদের ব্যাংকের একাউন্টে পাঠিয়ে দিবেন।

অন্য কোন হক নষ্ট করে থাকলে সেক্ষেত্রে তাদের কাছে ক্ষমা চাইবেন,  ক্ষমা চাওয়া সম্ভব না হলে তাদের জন্য এবং নিজের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।

(০৩)
সবগুলো নামাজ কাজা আদায় করে নিবেন, পাশাপাশি মহান আল্লাহর কাছে তওবা করবেন,যে জীবনেও আর এভাবে নামাজ কাজা করবেন না।

এক নাম্বার প্রশ্নের জবানে উল্লেখিত আমল গুলি করার পরামর্শ থাকবে।

(০৪)
আপনার আম্মুর যথাসম্ভব খেদমত করবেন। বড়দের সম্মান করবেন ছোটদের স্নেহ করবেন।

(০৫)
নিম্নের লিংকে দেয়া আমল গুলি করার পরামর্শ থাকবেঃ-


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...