আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
15 views
ago in হালাল ও হারাম (Halal & Haram) by (48 points)
1)উস্তায, আমার একটা প্রশ্ন হলো—আমি একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা ভাবছিলাম। ওখানে যদি আমাকে যোহরের নামাজ পড়ে যেতে হয়, যদি সেখানে অর্থাৎ মাদ্রাসাতেই জামাতে যোহরের নামাজ আদায় করা বাধ্যতামূলক হয়, তাহলে কি মসজিদে  যোহরের নামাজ পড়া না হলে এটা কি গুনাহের কারণ হবে?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          2]উস্তায, আমার চুল আমি কাটতে চাচ্ছিলাম। এখন সেলুনে চুল কাটালে তো এটা নিচে পড়ে, পরবর্তীতে তারা জায়গাটা পরিষ্কার করে ফেলে। উস্তায, তাহলে কি সেলুনে চুল কাটা হালাল হবে? এটা জানতে চাচ্ছি, কারণ আগে আমি চুল বাসায় কাটিয়েছিলাম, সেটা একটা বাগে রেখেছি মাটিতে পুতার জন্য। সেলুনে গেলে যেহেতু নিচে পড়া চুলগুলো তারা ফেলে দেয় বা ফেলে রাখে বা পরিষ্কার করে ফেলে জায়গাটা—তাহলে কি আমার জন্য হালাল হবে সেলুনে চুল কাটা? আসলে বাসায় চুল কাটতে গেলে নাপিত সাহেব বেশি টাকা দাবি করেন। যেহেতু বাসায় আসাটা তুলনামূলক কষ্টকর।চুল যেহেতু আমাদের শরীরের সাথে সংযুক্ত, সেলুনে তো তারা চুলগুলো তুলে মাটিতে পুঁতে না, তাহলে কি সেলুনে চুল কাটা হালাল হবে?                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            3]উস্তায, আমি জানতে চাচ্ছিলাম—আমাদের একটা ছোট ফাউন্ডেশন আছে, এখন বিভিন্ন কল্যাণমূলক কাজ যেমন: শীতবস্ত্র বিতরণ, আরও বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ—এই কাজগুলো করার জন্য আমরা যদি সবার কাছ থেকে টাকা সংগ্রহ করি, যেমন: মসজিদে দাঁড়িয়ে বা চেয়ার নিয়ে বসে—তাহলে তো কেউ হারাম টাকা দিচ্ছে কিনা বোঝা কঠিন। কেউ হারাম টাকা দিচ্ছে কিনা এটা না জেনেই এভাবে টাকা তোলা হালাল হবে?

1 Answer

0 votes
ago by (683,700 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মসজিদে জামাত পড়া ওয়াজিব? না বাড়িতে জামাত পড়লেও ওয়াজিব আদায় হয়ে যাবে।
উত্তরঃ
ইবনে আবেদীন শামী রাহ বলেন,
(قوله في مسجد أو غيره) قال في القنية: واختلف العلماء في إقامتها في البيت والأصح أنها كإقامتها في المسجد إلا في الأفضلية. اهـ
ঘরে জামাত পড়া কি মসজিদে জামাত পড়ার মত? এ সম্পর্কে উলামাদের মতবিরোধ রয়েছে।তবে বিশুদ্ধ মত হল,ঘরে জামাত পড়াও মসজিদে জামাত পড়ার মত।তবে সওয়াবে কিছুটা তারতম্য রয়েছে।অর্থাৎ ঘরে জামাত পড়ার ধরুণ ওয়াজিব আদায় হয়ে যাবে।তবে মসজিদের মত সওয়াব পাওয়া যাবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1365


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যোহরের নামাজ যদি মাদরাসাতে পড়া বাধ্যতামূলক হয়, তাহলে জোহরের জন্য মসজিদে গেলে যদিও গুনাহ হবে না। তথাপি নিয়ম শৃঙ্খলা রক্ষার স্বার্থে মাদরাসাতেই জোহরের নামায পড়া উচিত।

(২) আপনি সেলুনে চুল কাটার সময় অন্য চুলগুলো পরিস্কার করার কথা বলবেন। তারপর আপনার চুল কর্তন করে, সেগুলো একটি ব্যাগে ভরে নিয়ে আসবেন।

(৩) কল্যাণ মূলক কাজের জন্য মসজিদে দাঁড়িয়ে বা চেয়ার নিয়ে বসে বসে চাদা করা কখনো সঠিক হবে না।আপনারা গোপনে চাদা সংগ্রহ করে, সেই চাদা দিয়ে কিছু করার চেষ্টা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...