1)উস্তায, আমার একটা প্রশ্ন হলো—আমি একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার কথা ভাবছিলাম। ওখানে যদি আমাকে যোহরের নামাজ পড়ে যেতে হয়, যদি সেখানে অর্থাৎ মাদ্রাসাতেই জামাতে যোহরের নামাজ আদায় করা বাধ্যতামূলক হয়, তাহলে কি মসজিদে যোহরের নামাজ পড়া না হলে এটা কি গুনাহের কারণ হবে? 2]উস্তায, আমার চুল আমি কাটতে চাচ্ছিলাম। এখন সেলুনে চুল কাটালে তো এটা নিচে পড়ে, পরবর্তীতে তারা জায়গাটা পরিষ্কার করে ফেলে। উস্তায, তাহলে কি সেলুনে চুল কাটা হালাল হবে? এটা জানতে চাচ্ছি, কারণ আগে আমি চুল বাসায় কাটিয়েছিলাম, সেটা একটা বাগে রেখেছি মাটিতে পুতার জন্য। সেলুনে গেলে যেহেতু নিচে পড়া চুলগুলো তারা ফেলে দেয় বা ফেলে রাখে বা পরিষ্কার করে ফেলে জায়গাটা—তাহলে কি আমার জন্য হালাল হবে সেলুনে চুল কাটা? আসলে বাসায় চুল কাটতে গেলে নাপিত সাহেব বেশি টাকা দাবি করেন। যেহেতু বাসায় আসাটা তুলনামূলক কষ্টকর।চুল যেহেতু আমাদের শরীরের সাথে সংযুক্ত, সেলুনে তো তারা চুলগুলো তুলে মাটিতে পুঁতে না, তাহলে কি সেলুনে চুল কাটা হালাল হবে? 3]উস্তায, আমি জানতে চাচ্ছিলাম—আমাদের একটা ছোট ফাউন্ডেশন আছে, এখন বিভিন্ন কল্যাণমূলক কাজ যেমন: শীতবস্ত্র বিতরণ, আরও বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ—এই কাজগুলো করার জন্য আমরা যদি সবার কাছ থেকে টাকা সংগ্রহ করি, যেমন: মসজিদে দাঁড়িয়ে বা চেয়ার নিয়ে বসে—তাহলে তো কেউ হারাম টাকা দিচ্ছে কিনা বোঝা কঠিন। কেউ হারাম টাকা দিচ্ছে কিনা এটা না জেনেই এভাবে টাকা তোলা হালাল হবে?