ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
মুক্তাদি যদি অবগত হয় যে, ইমাম সাহেব দ্বিতীয় সেজদা দিয়ে ফেলছেন, তাহলে মুক্তাদির উচিত একাকি দ্বিতীয় সেজদা দিয়ে ইমামের অনুসরণকে জারি রাখা। যদি মুক্তাদি ছুটে যাওয়া সেজদা ব্যতিত অন্যান্য রুকুনে ইমামের অনুসরণকে জারি রাখেন, এবং ছুটে যাওয়া সেজদাকে নামাযের মধ্যে আদায় না করেন, তাহলে মুক্তাদির নামায বাতিল হয়ে যাবে। এবং এই নামাযকে পরবর্তীতে আবার দোহড়িয়ে পড়তে হবে।
حاشية رد المحتار على الدر المختار (1 / 471):
"نعم تكون المتابعة فرضًا بمعنى أن يأتي بالفرض مع إمامه أو بعده، كما لو ركع إمامه فركع معه مقارنًا أو معاقبًا وشاركه فيه أو بعد ما رفع منه فلو لم يركع أصلاً أو ركع و رفع قبل أن يركع إمامه ولم يعده معه أو بعده بطلت صلاته". (کتاب الصلاة، باب صفة الصلاة، مطلب مهم تحقيق متابعة الامام،ط:سعيد)