আসসালামুয়ালাইকুম উস্তাদ
আমার কাজিন, বদনজরের কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিলো এবং ৭ দিনের ডিটক্স রুকাইয়াহ শুরু করে। ৩য় দিন থেকে শরীর অনেকটা ভালো হওয়া শুরু হয়। কিন্তু আজ ৪র্থ দিনে তার দ্বারা একাধিক কবিরা গুনাহ সংঘটিত হয়ে গিয়েছে, এখন সে আবার অসুস্থ হয়ে পড়ে।
গুনাহের কারণে কি রুকাইয়ার প্রভাব নষ্ট হয়ে গিয়েছে?