আসসালামু আলাইকুম ,
কিছু কিছু কথা সেগুলো বললেও কি তালাক হয়ে যাবে, যেমন,
১. স্ত্রী বার বার বাপের বাড়ি যেতে চাইলে আর এজন্য নিষেধ করলে তারপরেও বাড়ি যাওয়ার কথা বললে যদি স্ত্রীকে বলা হয় যদি কথা না শুনো বা যদি ভালো না লাগে তাহলে বাপের বাড়ি চলে যাও বা এক বারে যাও। একথা বার বার বললে।
২. তোমার সাথে আমার সংসার হবে না, হবে না, হবে না।
৩. তোমাকে স্ত্রী হিসেবে মানতে কষ্ট হচ্ছে।
৪. স্ত্রীর মাকে যদি বলা হয় আপনার মেয়ের যদি ভালো না লাগে তাহলে নিয়ে এসে রেখে দেন।
৫.তোমাকে আমার ভালো লাগে না।
৬. তুমি আমার সাথে আর কথা বলবে না আমিও বলব না আর ফোন দিও না, তুমি তোমার মত থাকো আমি আমার মত থাকবো, আমাকে একা থাকতে দাও। আমার মন থেকে উঠে গেছো।
যদি এসব কথা তালাকের নিয়ত ছাড়া রাগের মাথায় বা ভয় দেখানোর জন্য যদি বলা হয় তাহলে কি তালাক হয়ে যাবে?