ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাটাহাটি করাটা একটি জরুরত পর্যায়ের বিষয়।পবিত্রতা অর্জন করার একটি সুক্ষ্ম পদ্ধতি।
যা ওয়াজিব বা জরুরী কিছু নয়।তবে ভালভাবে পবিত্রতা অর্জন করা কিন্তু ওয়াজিব। তা যেভাবেই হোক না কেন।(শেষ)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5917
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যেহেতু পেশাব এমন বস্তু। যার ছিটা শরীরে লাগলে কবরের আযাব হয়ে থাকে। আর হাদীসেও লজ্জাস্থানকে ঝেড়ে পবিত্র করার কথা এসেছে। তাই যাদের পেশাব করার পর পেশাবের ছিটা ফোটা ফোটা করে পড়ে, তাদের উচিত যেকোনো ভাবে পেশাব থেকে বেছে থাকা।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/30563
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারী পুরুষ সবার জন্যই প্রস্রাব থেকে ভালভাবে পবিত্র হওয়া জরুরী। প্রস্রাব করা শেষ হওয়ার পর কিছু বের হওয়ার সম্ভাবনা না থাকলে, তখন সাথে সাথেই উঠা যাবে। তবে দুয়েকমিনিট বা অন্তর প্রশান্ত হয়, সেই পরিমাণ সময় অপেক্ষা করা উচিত।