একটি সরকারি অফিসের প্রিন্টার দিয়ে কিছু কুরআনের আয়াত ও হাদিস প্রিন্ট করা হয়েছে। সেগুলো ইসলামের প্রচার কাজে ব্যবহার করবে এ নিয়াতে। সেক্ষেত্রে এটি করা হারাম হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে...এখন প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে বাধ্যতামূলক,জোর, অন্যায় ট্যাক্সভিত্তিক যে অর্থ ব্যবস্থা, সেখানের সরকারি দপ্তরের কাগজ-কালি ইসলামের কাজে (ইসলামী লিফলেট, ইসলামি পোস্টার ) ব্যবহার করা যাবে কি? করলে এটি হারাম বলে গণ্য হবে কি?