আমার জাওজ দেশের বাইরে থাকেন সেক্ষেত্রে কি আমি ব্যাংক একাউন্ট খুলতে পারব,যেকোনো ব্যাংকে।এক্ষেত্রে তো ছবি দিতে হয় তাহলে কি সেটা করা যাবে।
২য় প্রশ্ন ডাক্তার আমার সমস্যার জন্য ওজন কমাতে বলেছেন আমি এখন চাচ্ছি আমার কাযা ফরজ রোজা গুলো আদায় করে নিতে এক্ষেত্রে কি আমার নিয়তে সমস্যা হবে বা কিভাবে নিয়ত করলে সহীহ হবে