আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি জেনারেল পড়ুয়া। ইসলামি বই নিয়ে কিছু পরামর্শ চাচ্ছি। সবগুলোর উত্তর দিলে উপকৃত হতাম।
১) যৌবনে নিজেকে হেফাজতের জন্য এবং নারীর ফিতনায় পতিত না হওয়ার জন্য কোন ভালো বই আছে? বইটি কুরআন হাদীসের রেফারেন্সসহ থাকলে ভালো হয়।
২) এখন যৌবন যার by মাওলানা জুলফিকার আহমাদ নকশবন্দি , আবু মিদফা সাইফুল ইসলাম (অনুবাদক) এ বই টা কেমন হবে?
৩) এখন যৌবন যার এ বইয়ে কিছু ঘটনা আছে যা কুরআন, হাদীসে নাই সেক্ষেত্রে উক্ত ঘটনা গুলোর প্রতি কেমন বিশ্বাস রাখবো?
৪) শুধু মাত্র ‘তালাক’ এর মৌলিক বিষয় ও মাসআলা জানার কোনো বই আছে। থাকলে নাম বললে উপকৃত হতাম।
৫) স্বপ্নের ব্যাখা কোন বই থেকে ভালো জানা যাবে?
৬) তাসাউফ ও আত্মশুদ্ধি মুফতি তাকী উসমানীর লেখা এ বইটি কেমন?
৭) তাউাউফ ও আত্মশুদ্ধি বইয়ের একজন ভালো অনুবাদকের নাম বললে উপকৃত হতাম।
৮) সীরাত বিষয়ে সঠিকভাবে জানার জন্য কোন বইটি সবচেয়ে ভালো?
৯) সীরাত বিষয়ে জানার জন্য রেইনড্রপসের সীরাহ বইটি কেমন?
১০) ফরজে আইন আবুল হাসনাত কাসিমের লেখা, এ বইটি কেমন হবে?
জাযাকাল্লাহু খাইরান