আস্সালামুআলাইকুম, আমি একজন বিবাহিত মহিলা। আমার স্বামী প্রতি মাসে কিছু টাকা সাদাকা করেন।আমার মাধ্যমে তিনি কাজটা করে থাকেন। সাংসারিক প্রয়োজনে আমি কিছু টাকা ঋণ করেছিলাম। স্বামীর সাদাকার টাকা থেকে আমি চাচ্ছিলাম আমার ঋণটা পরিশোধ করে দিতে। তিনি আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখেন। তাই সাদাকার টাকাটা সম্পূর্ণ আমার হাতে দেন। এখন আমার এই কাজটা করা কি ইসলামিক দৃষ্টিতে ঠিক হবে?