আমি অনার্স করি এগ্রি ইকোনমিকস ফ্যাকাল্টিতে। মাস্টার্স এর সময় ৫টা ডিপার্টমেন্ট যেকোনো একটাতে করতে হয়। সিজি অনুযায়ী রেজাল্ট আসে।
আমার মাস্টার্সে এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিপার্টমেন্টে চান্স হয়েছে,আমার সিজি অনুসারে। আমার প্রথম চয়েজ ছিল ডেপ্স ডিপার্টমেন্ট। এটা অনেকের প্রায়োরিটি কারণ তুলনামূলক সহজ পড়াশোনা।
এখন আমি জানতে পেরেছি যে ডেপ্স থেকে একজন ফাইন্যান্স ডিপার্টমেন্টে মুভ করায় ডেপ্সে একটা সিট ফাঁকা আছে। আমি তাই ডিন স্যারের সাথে এই নিয়ে কথা বলতে যাই,অফিসিয়ালি যদি আমাকে ডেপ্সে ভর্তি নেএয়া যায়। উনি বললেন সম্ভব না।
আমাদের এখানে মাইগ্রেশানেফ সিস্টেম নেই।
এখন আমার পরিবারের একজন সদস্য আমার ভার্সিটির প্রশাসনের কয়েকজনকে চেনে, রাজনৈতিক সখ্যতার দরুন তিনি চাইলে আমার জন্য সুপারিশ করতে পারে।
আমার প্রশ্ন হলো :
১। এই সুপারিশ নিয়ে কি আমার ডেপ্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়া জায়েজ হবে?
২। আমার একটা বান্ধবী মনে করতেছে আমার চেয়ে বেশি সিজির যারা ডেপ্সে চান্স পায়নি,আমি সুপারিশ নিয়ে মুভ করলে তাদের প্রতি বৈষম্য হবে। এটা কি ঠিক,আসলেই কি বৈষম্য হবে?
৩। যদি ভার্সিটি অথোরিটি ই আমাকে সুযোগ দিত মুভ করার,তখন কি নাজায়েজ বা বৈষম্য হতো?
৪। যদি আমি সুপারিশ নিয়ে ডেপ্সে না যাই, এগ্রি ইকোনমিকস ডিপার্টমেন্টে যায় (যেটার চাহিদা ডেপ্সের মতো না, পড়াশোনা কঠিন তাই) সেক্ষেত্রেও কি বৈষম্য হবে?