মুহতারাম মুফতি সাহেব,
আসসালামু আলাইকুম ।
আমার নাভীর ভেতরে মাঝে মাঝে ফেটে ফেটে যায়, লালচে-গোলাপি রঙের মত দেখায় । অনেক সময়ে সাদাটে একটা প্রলেপের মত তৈরি হয় যেটা পানি দিয়ে ধুলে এক রকম ঘোলাটে পিচ্ছিল কিছু ধুয়ে চলে যায় । তবে যতটুকু মনে পড়ে কোন ধরনের পুঁজ বা গন্ধযুক্ত পানি নাভী দিয়ে পড়তে দেখিনি ৷ ফরয গুসলের সময়ে নাভীর ভেতরের অংশে পানি পৌঁছাতে গেলে প্রায়ই ফাটা অংশগুলো কিছুটা জ্বালাপোড়া করে, বেশি চাপ লাগলে হালকা রক্ত আসতেও পারে তবে কখনো গড়ানো রক্ত নাভীর বাইরে আসতে দেখিনি । অথবা, পানির আধিক্যের কারণে হয়ত রক্তের উপস্থিতি টের পাইনি ।
ওভাবেই, গুসল চালিয়ে যাই । আমি দুটি বিষয়ের সম্মুখীন হয়েছি - (১) পানি না পৌঁছাতে পারলে গুসল হবে না আবার (২) রক্ত বেরিয়ে পানির সাথে মিশে গেলে গুসলের উপরে তার প্রভাব আমার জানা নেই । উল্লেখ্য, আমি শাওয়ারে গুসল করি ।
উপরে বর্ণিত অবস্থার প্রেক্ষিতে --
১) নাভীর অংশটুকুতে গুসল সম্পন্ন হয় কী না?
২) আমার এতদিনের ওরকম পরিস্থিতির গুসলগুলো সহিহ হয়েছে কী না?
৩) একদিন গুসলের সময়ে নাভীর জায়গায় রক্ত চোখে পড়েনি, মনেও তেমন সংশয় জাগেনি, তবে নাভীর ভেতরে জ্বলছিল কিন্তু গুসলের পরে সাদা টিস্যু দিয়ে নাভী শুকানোর সময়ে ১ম দফায় কিছু দেখিনি মনে হয়েছিল (রুমে মৃদু আলো ছিল) কিন্তু ২য় বার টিস্যু দিয়ে শুকানোর সময়ে সামান্য রক্তের দাগ দেখতে পাই । এটা গুসলের সময়কার রক্ত না কী টিস্যুর আঘাতে পরে হয়েছে নিশ্চিত নই । এক্ষেত্রে, গুসল কী সঠিক হয়েছে?
৪) যদি উপরের পরিস্থিতির কারণে গুসল আদায় না হয়, তবে কীভাবে কোন পদ্ধতিতে উপরে উল্লিখিত পরিস্থিতিতে গুসল করলে গুসল আদায় হবে?
৫) আমার দাড়ি ঘন হওয়ায় যতই পানি দেই না কেন আর যতই হাত দিয়ে দাড়ির ভেতরে ঘষতে থাকি না কেন - মনে হয় যেন দাড়ির গোড়া ভিজছে না, একটা সময়ে ক্লান্ত হয়ে পড়ি, তখন ধরে নেই যে পানি পৌঁছে গিয়েছে । আমি ক্লান্ত হয়ে যাওয়া পর্যন্ত পৌঁছাতে চাই না । সহজ কোন উপায় কী আছে যেটুকু আদায় করলে দাড়ির গোড়ায় পানি পৌঁছে গিয়েছে বলে ধরা হবে?
৬) নখের যে অংশটুকু আমরা কেটে ফেলি সেটাকে আমাদের এলাকার দিকে নখের খোসা বলে । অনেক সময় আমার পায়ের নখগুলোর খোসা ২ থেকে ৩ সপ্তাহ পর্যন্ত কাটা হয় না (অতদিন দেরি না করলে নখের খোসা নেইলকাটার দিয়ে কাটা কষ্টকর হয়ে যায় আমার জন্য) । আমার পায়ের কিছু কিছু নখের খোসা দাবানো আবার কয়েকটির খোসা আলগা । এখন যেহেতু, নাপাক কাপড় ধোয়ার সময়ে টয়লেটের মেঝেতে ঐ পানির উপর দাঁড়িয়ে / বসে কাপড় ধুতে হয় আর ফেলে দেওয়া নাপাক পানি পায়ের নখগুলোর সংস্পর্শে আসে ।
ক) এ অবস্থায় গুসলের সময় পানি ঢালতে ঢালতে নখগুলো কচলিয়ে ধুলেই কী নাপাক চলে যাবে এবং নখের খোসার নিচের অংশে পানি পৌঁছে যাবে বলে ধরা হবে ?
খ) না কী হাতের নখের খোসা পায়ের নখের খোসার ভেতরে ঢুকিয়ে আলগা করে করে পানি প্রবেশ করাতে হবে?
গ) নখের খোসা দাবানো বা আলগা হবার কারণে পানি পৌঁছানোর পদ্ধতির / হুকুমের ক্ষেত্রে কোন তারতম্য হবে কী না?