১. আসসালামু আলাইকুম।
১ম: আমি কিছু দিন টানা তাহাজ্জুদ সালাত আদায় করেছিলাম। তখন নামাজ জিকির রোজা করতে আমার খুবই মন চাইতো। এর পর এক দিন এক দিন করে তাহাজ্জুদ ছুটে গেলো, জিকির এখন খুবই কম করা হয়, আজান শুনে ও যেন কেমন দেরি করি। আমি যখন এই সব বুজতে পারি, খুবই অস্তিত্ব লাগে, মাঝে মাঝে দোয়া করে খুব কান্না কাটি করি৷ কিছু দিন ভালো যায়, আবার আগের মতো হয়ে যাই। আমি পড়া লেখায় খুবই ভালো ছিলাম, এখন ১% ও ইচ্ছে হয় না বই নিয়ে বসতে। তাহাজ্জুদে এক বোন কল দেয়, আমি সজাগ পেয়েও মাঝে মাঝে কল কেটে দেই৷ অথচ আমি আগে কোনোদিন ৩ ঘন্টা ঘুমিয়েও উঠতে পারতাম। এখন আমার কি করা উচিত?
২য় : আজকে ফরজ সালাত ও মিস হয়ে যায়। সকালে ৬ টার দিকে সজাগ পাই, কতো দিন আগেও আমি ফরজ সালাত মিস হলে ওঠে কাযা পরে নিতাম। আজকে তাও পরতে পারি নি। উঠবো বলে শুয়েছি আর উঠতে পারি নি। প্রশ্ন হলো, কাযা নামাজ কি আসলেই পড়ে নিতে হয় নাকি না পড়লেও হয়?
২. আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের দিকে কবুতরের বাচ্চা জবায়ের পর বাচ্চার কন্ঠ নালী শ্বাসনালী আঙ্গুল দিয়ে টিপে ধরে রাখে যেন রক্ত বাহিরে না পড়ে।এভাবে জবাই করা জায়েজ কি না
3. এমন লোগোকৃত ডিজাইন এর জার্সি বা গেঞ্জি পরে নামাজ হবে?
লোগো লিংক-
https://www.facebook.com/100064573546697/posts/pfbid02bYKBjaXh5VppwR7WS3j2MqZzPgkywiQdLPcKQivHHE9HChb2dHA3ChBy7P9tG7xzl/?app=fbl
৪. As salamualaikum
Amar husband choto ekta bepare rag kore kal rate basai fereni..ekhono jani na se kothai.. Family.. Friends kew jane na...kono ruqiyah ba amol ache? Jate se tratri basai fire ase?