আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
36 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (4 points)
reshown by
১. আসসালামু আলাইকুম।
১ম: আমি কিছু দিন টানা তাহাজ্জুদ সালাত আদায় করেছিলাম। তখন নামাজ জিকির রোজা করতে আমার খুবই মন চাইতো। এর পর এক দিন এক দিন করে তাহাজ্জুদ ছুটে গেলো, জিকির এখন খুবই কম করা হয়, আজান শুনে ও যেন কেমন দেরি করি। আমি যখন এই সব বুজতে পারি, খুবই অস্তিত্ব লাগে,  মাঝে মাঝে দোয়া করে খুব কান্না কাটি করি৷ কিছু দিন ভালো যায়, আবার আগের মতো হয়ে যাই। আমি পড়া লেখায় খুবই ভালো ছিলাম, এখন ১% ও ইচ্ছে হয় না বই নিয়ে বসতে। তাহাজ্জুদে এক বোন কল দেয়,  আমি সজাগ পেয়েও মাঝে মাঝে কল কেটে দেই৷ অথচ আমি আগে  কোনোদিন ৩ ঘন্টা ঘুমিয়েও উঠতে পারতাম। এখন আমার কি করা উচিত?
২য় : আজকে ফরজ সালাত ও মিস হয়ে যায়। সকালে ৬ টার দিকে সজাগ পাই,  কতো দিন আগেও আমি ফরজ সালাত মিস হলে ওঠে কাযা পরে নিতাম। আজকে তাও পরতে পারি নি।  উঠবো বলে শুয়েছি আর উঠতে পারি নি। প্রশ্ন হলো, কাযা নামাজ কি আসলেই পড়ে নিতে হয় নাকি না পড়লেও হয়?

২. আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের দিকে কবুতরের বাচ্চা জবায়ের পর বাচ্চার কন্ঠ নালী শ্বাসনালী আঙ্গুল দিয়ে টিপে ধরে রাখে যেন রক্ত বাহিরে না পড়ে।এভাবে জবাই করা জায়েজ কি না

3. এমন লোগোকৃত ডিজাইন এর জার্সি বা গেঞ্জি পরে নামাজ হবে?

লোগো লিংক-
https://www.facebook.com/100064573546697/posts/pfbid02bYKBjaXh5VppwR7WS3j2MqZzPgkywiQdLPcKQivHHE9HChb2dHA3ChBy7P9tG7xzl/?app=fbl

৪. As salamualaikum
Amar husband choto ekta bepare rag kore kal rate basai fereni..ekhono jani na se kothai.. Family.. Friends kew jane na...kono ruqiyah ba amol ache?  Jate se tratri basai fire ase?
by (4 points)
Ustad reply dile munasib hoy please 

1 Answer

0 votes
ago by (696,450 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) সঠিক সময়ে নামায পড়ার চেষ্টা করবেন।

(২) কাযা নামায পড়তে হবে।

(৩)
কোনো প্রাণীর ছবিতে যদি এমনভাবে আর্ট করা হয় যে, দেখার পর আর প্রাণীর ছবি বুঝা যায় না, তাহলে সেই অঙ্কনকাজ হারাম থেকে বাহির হয়ে যাবে। কিন্তু যদি দেখার পর সেটাকে প্রাণীর ছবিই মনে হয় বা সেটা প্রাণীর দিকে ইঙ্গিত দেয়, তাহলে সেটা হারামই থাকবে।

কিন্তু যদি সমস্ত চেহারাকে মিটিয়ে দেয়া হয় অথবা মাথাকে কর্তন করে দেয়া হয় কিংবা মাথা এবং শরীরের মধ্যে কর্তন রেখা এটে দেয়া হয়, তাহলে যেহেতু এটা দ্বারা বাস্তবিক কোনো ছবি বুঝা যাবে না বা সেটা কোনো ছবির দিকে ইঙ্গিত করবে না, তাই অবশ্যই সেটার রুখসত থাকবে।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/92238


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জার্সি বা গেঞ্জিতে ছবি থাকলে নামায মাকরুহ হবে।নতুবা নামায হবে।
(৪) বেশী করে ইন্না-লিল্লাহ পড়বেন।



(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...