ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)হাজত দুই প্রকারঃ- যথাঃ-
(ক)হাজতে শরঈ তথা যে সমস্ত জিনিষকে শরীয়ত কারো উপর ফরয বা ওয়াজিব করেছে সেগুলো হাজতে শরঈ বলে।
(খ)হাজতে তবয়ী:প্রস্রাব পায়খানা।এই দুই প্রকার হাজতকে এ'তেক্বাফকারী পূর্ণ করতে পারবে।স্বাভাবত মানুষের যে সমস্ত প্রয়োজন থাকে সেসব প্রয়োজনের স্বার্থে তিনি এ'তেক্বাফ থেকে বের হতে পারবেন।প্রস্রাব পায়খানা,ওজু ফরয গোসল ইত্যাদির জন্য।তবে শীতিলতা অর্জনের নিমিত্তে উনি গোসলে যেতে পারবেন না।খানা পাকানোর জন্য মহিলা পাকঘরে যেতে পারবেন না।তবে প্রয়োজনে তিনি এ'তেক্বাফ স্থলে খানাকে রান্না করে নিতে পারবেন।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-১০/২৫১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ইস্তেঞ্জার নিয়তে মসজিদ বের হয়ে ফরয গোসল করলে বা অজু করলে ইতিকাফ ফাসিদ হবে না। তাছাড়া ইস্তেঞ্জার নিয়তে মসজিদ থেকে বের হয়ে অতিদ্রুত শরীরে দু'চার মগ পানি দিয়ে ঠান্ডার অর্জনের নিয়তে গোসল করে নিলেও ইতিকাফ ফাসিদ হবে না। তবে ঘটাকরে দীর্ঘ সময় অতিবাহিত করে গোসল করলে ইতিকাফ ফাসিদ হয়ে যাবে।