শায়েখ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়াসওয়াসার কোর্স না করে প্রশ্ন করার জন্য,,,কিন্তু শায়েখ অনেক পেরেশানিতে আছি,,,,প্লিজ উত্তরটি দিবেন
আমি হাফ ভাড়া(১৫ টাকা) দিয়ে আসি বাসায় বাসে করে, তো কালকের আগেরদিনের ঘটনা, বাসের হেলপারকে ২০ টাকা দিই (সেই বাসে আমি যাতায়াত করি অনেকসময় বাস না পেলে,এবং বাসের হেলপার আমার থেকে ১৫ টাকাই ভাড়া নেয়),৫ টাকা ফেরত দিতে বলি,,,কোথায় যাবো,কোথা থেকে উঠেছি জিঞ্জেস করে,,আমি বলি,,আমি কার্ড দেখাতে গেলে সে সম্ভবত বলে, স্টুডেন নাকি?(শিউর না,একথা বলেছে কিনা),তারপর ৩০ টাকার ভাড়া ২০ টাকা দিসেন,,৫ টাকা বেশী দিলেন,,,,এমন করেন ক্যা মামা,,,তারপর টাকা নিয়ে চলে যায়,,,তারপর পিছন থেকে আসে বলতে বলতে ভাড়া বাকি থাকলে হাতে নিতে সবাইকে,,,,এবং আমাকে পরে ভাড়া দিতে বলে,,,আমি বলি দিয়ে দিছি ভাড়া,,,তো শায়েখ সে কি বুঝিয়েছে,,, তা একেকবার একেকটা মনে হচ্ছে,,,আমি যেই বাসে আসছি সেই বাস যেই কোম্পানীর নামে চলে সেই কোম্পানীর নাকি ব্যানারে অন্য কোন মালিক তা আমি জানি না,,এখন কি করণীয়!!!