আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
56 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (36 points)
শায়েখ প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ওয়াসওয়াসার কোর্স না করে প্রশ্ন করার জন্য,,,কিন্তু শায়েখ অনেক পেরেশানিতে আছি,,,,প্লিজ উত্তরটি দিবেন

আমি হাফ ভাড়া(১৫ টাকা) দিয়ে আসি বাসায়  বাসে করে, তো কালকের আগেরদিনের ঘটনা, বাসের হেলপারকে ২০ টাকা দিই (সেই বাসে আমি যাতায়াত করি অনেকসময় বাস না পেলে,এবং বাসের হেলপার আমার থেকে ১৫ টাকাই ভাড়া নেয়),৫ টাকা ফেরত দিতে বলি,,,কোথায় যাবো,কোথা থেকে উঠেছি জিঞ্জেস করে,,আমি বলি,,আমি কার্ড দেখাতে গেলে সে সম্ভবত বলে, স্টুডেন নাকি?(শিউর না,একথা বলেছে কিনা),তারপর ৩০ টাকার ভাড়া ২০ টাকা দিসেন,,৫ টাকা বেশী দিলেন,,,,এমন করেন ক্যা মামা,,,তারপর টাকা নিয়ে চলে যায়,,,তারপর পিছন থেকে আসে বলতে বলতে ভাড়া বাকি থাকলে হাতে নিতে সবাইকে,,,,এবং আমাকে পরে ভাড়া দিতে বলে,,,আমি বলি দিয়ে দিছি ভাড়া,,,তো শায়েখ সে কি বুঝিয়েছে,,, তা একেকবার একেকটা মনে হচ্ছে,,,আমি যেই বাসে আসছি সেই বাস যেই কোম্পানীর নামে চলে সেই কোম্পানীর নাকি ব্যানারে অন্য কোন মালিক তা আমি জানি না,,এখন কি করণীয়!!!

1 Answer

0 votes
by (683,400 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

হাফ ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত।তাই ছাত্ররা হাফ ভাড়া দিতে পারবে।হ্যাঁ কোনো ছাত্র সেচ্ছায় ফুল ভাড়া দিতে চাইলে,তা দিতেও পারবে।

তবে ছাত্রদের হাফ ভাড়ার ক্ষেত্রে কিছু ইসলামী স্কলারগন বলেছেন,
যে পরিবহনে উঠা হয়, যদি সেই পরিবহনের মালিক স্বেচ্ছায় শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া গ্রহণ করে থাকে, তাহলে হাফ ভাড়া দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত জায়েজ আছে।
নতুবা চাপ সৃষ্টি করে সেই পরিবহন মালিকের সন্তুষ্টির খেলাফ হাফ ভাড়া দেওয়া ঠিক হবেনা।
,  
এক্ষেত্রে কেহ যদি ছাত্র না হয়ে ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দেয়,তাহলে তার জন্য এটি কোনোভাবেই জায়েজ হবে না। এখনো ছাত্র পরিচয় দিয়ে ভাড়া কম দিলে সেটি ধোঁকাবাজীর অন্তর্ভূক্ত হবে। যা ইসলামে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
,
হাদীসে ইরশাদ হচ্ছে-

عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا، وَمَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাদের উপর তরবারী উত্তলোন করে, সে আমাদের অন্তর্ভূক্ত নয়, এবং যে আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভূক্ত নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-২২২৪}

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
আপনি যদি আসলেই স্টুডেন্ট হোন,সেক্ষেত্রে হেলপার রাজী হলে হাফ ভাড়া দিতে পারবেন।
তবে এক্ষেত্রে কোনো পরিবহন মালিক বা হেলপার আপনার থেকে হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে ফুল ভাড়া-ই দিতে হবে।

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি আর তার থেকে সেই ৫ টাকা ফিরিয়ে নিবেননা।

পরবর্তীতে বাসে উঠলে স্টুডেন্ট ভাড়ার বিষয়টি স্পষ্ট আকারে বলে মিটিয়ে নিবেন।
হেলপার হাফ ভাড়া না নিতে চাইলে সেক্ষেত্রে ফুল ভাড়া দিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
শায়েখ আমি বলতেছি,, আমার কি আরো টাকা দেওয়া দরকার ছিলো?
by (36 points)
এছাড়া বাস থেকে নামের সময়,, সে আমাকে হাত দিয়ে স্পর্শ ডাক দেয়  বা তার হাত লাগে ( বাকি থাকলে দিতে বলে maybe),,তো আমি আমার ভার্সিটির আইডি কার্ড দেখিয়ে দিই,,,এবং চলে আসি,,,সে আমাকে আর ডাক দেয় নি,,,আমার ফুল ভাড়া দিতেও কোন সমস্যা ছিল না
by (683,400 points)
তিনি যেহেতু আপনার থেকে আর কোন টাকা দাবি করেননি,সুতরাং এক্ষেত্রে সমস্যা নেই।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...