আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
37 views
in সুন্নাহ-বিদ'আহ (Sunnah and Bid'ah) by (16 points)
edited by
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

১. কথিত আছে হায়েজ হলে অসুস্থ কেউ যেমন সদ্য সিজার/কোন অপারেশন হয়েছে,হাত পা ভেঙ্গেছে এইধরনের অসুস্থ ব্যক্তিদের কাছে নাকি যাওয়া উচিত না হায়েজ অবস্থায় এতে নাকি ছায়া লাগে বা এমন কিছু খারাপ হয়।এইসব কি কুসংস্কার? ইসলামের দৃষ্টিতে এগুলা মেনে চলা কি ঠিক?

২. গ্ৰামের দিকে অনেক রিলেটিব+পাড়া প্রতিবেশী বিভিন্ন বিদাত এবং কুসংস্কার আমলে যুক্ত।যেমন সবে বরাতের নামাজ,সবে মেরাজ, আশুরার নামাজ এরকম আরো কিছু সালাত আদায় করা হয় যেগুলো নফল নামাজের নিয়তের বদলে তারা সবে বরাত,মেরাজ,আশুরার নিয়তে ওমুক সুরা দিয়ে ওত বার পড়া হয় রাতে নফল নামাজের নিয়তে নামাজ পড়া হয় এগুলা তো বিদাত কিন্তু তাদের কিভাবে বুঝানো যায়? তাদের বললে বলে এখন নতুন নতুন আলিম বের হইছে বলে এইটা বিদাত ওইটা বিদাত আমাদের বাপ দাদার আমল থেকে করি তারা কি ভুল পড়ছে?আমরা আমাদের এইসব আমল ছাড়বো না কখনো আবার যদি বলি এগুলা কোন হাদিস কালামে আছে?তখন কিছু বইয়ের নাম বলে বার চান্দের আমল এমন টাইপ এগুলাও তো জাল।বলে এইসব বইয়ে তো আছে ওইখানে কি ভুল লিখছে? তারা ঝালকাঠিতে বসবাস করে তো ঝালকাঠির নেছারাবাদ কায়েদ ছাহেব হুজুরের মাদ্রাসা এনএস কামিল মাদ্রাসায়ও তালিমে মহিলাদের এইসব আমল রোজা নামাজ এর ব্যপারে বলা হয় তারা এটার কথাও বলে যে ওই মাদ্রাসা থেকে বলছে তারা কি ভুল বলছে? এদেরকে কিভাবে বুঝানো যায় সঠিক সুন্নাহ সম্মত আমল সম্পর্কে? ওনারা যে রেফারেন্স হিসেবে বই মাদ্রাসার কথা বলে এইসব ব্যাপারে কি বলা উচিত যাতে ওনারা বুঝতে পারে কোনটা ঠিক কোনটা ভুল?

৩.প্রোডাক্ট প্রোমোশন ভিডিও তে যদি এআই ভয়েস হিসেবে ফিমেইল এআই ভয়েস ব্যবহার করি তাহলে কি গুনাহ হবে যদি ভিডিওতে হারাম কিছু বা বেপর্দা মেয়ে এমন কিছু না থাকে?

1 Answer

0 votes
by (677,850 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
হাদীস শরীফে এসেছেঃ
 
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، وَبِشْرٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرٍ، عَنْ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لَقِيَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ وَأَنَا جُنُبٌ فَاخْتَنَسْتُ فَذَهَبْتُ فَاغْتَسَلْتُ ثُمَّ جِئْتُ فَقَالَ " أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ " . قَالَ قُلْتُ إِنِّي كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ عَلَى غَيْرِ طَهَارَةٍ . فَقَالَ " سُبْحَانَ اللهِ إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ " . - صحيح 

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, মদীনার এক রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আমার সাক্ষাত হয়। আমি তখন নাপাক অবস্থায় ছিলাম। তাই আমি পিছনে হটে গিয়ে গোসল করে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবূ হুরাইরাহ্! তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, আমি নাপাক ছিলাম বিধায় অপবিত্র অবস্থায় আপনার সাথে বসা অপছন্দ করলাম। তিনি বললেনঃ সুবহানাল্লাহ! মুসলমান (কখনো) অপবিত্র হয় না।
বুখারী (অধ্যায়ঃ গোসল, অনুঃ জুনুবী ব্যক্তির ঘাম, নিশ্চয় মুসলিম অপবিত্র নয়, হাঃ ৩৮৩), মুসলিম (অধ্যায়ঃ হায়িয, অনুঃ মুসলমান অপবিত্র হয় না তার প্রমাণ)
আল-জামি‘উস সাগীর ৬১১৭, ইরওয়া ১৯৩,আবু দাউদ ২৩১)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
মুসলমান কখনো অপবিত্র হয় না। সুতরাং কারো হায়েজ হলে বা গোসল ফরজ থাকলে সে ক্ষেত্রে তার সাথে ওঠাবসা করা যাবে না বা সে অসুস্থ ব্যক্তিদের কাছে আসতে পারবে না এ ধরনের কাজ করতে পাবে না অমুক ধরনের কাজ করতে পারবে না, এগুলো সবই মূলত কোন কুসংস্কারের অন্তর্ভুক্ত
ইসলামের দৃষ্টিতে এগুলা মেনে চলা কোনোক্রমেই উচিত নয়।

(০২)
আপনার বুঝানোর পরেও যেহেতু কাজ হচ্ছেনা,সুতরাং এক্ষেত্রে আপনার দায়িত্ব আদায় হয়েছে।

মনে রাখবেন আপনার দায়িত্ব হল সত্যের বাণী তাদের কাছে পৌঁছে দেওয়া। মানা না মানা তাদের একান্ত ব্যাক্তিগত বিষয়।
আপনি কাউকে বাধ্য করে সত্য পথে ফিরে আনতে পারবেন না।

সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো ঝগড়া বিবাদ নয়,বরং তাদের হেদায়াতের দোয়া চালিয়ে যাওয়ার পরামর্শ থাকবে। 

(০৩)
হ্যাঁ, গুনাহ হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...