আগামীকাল ১৭ ফেব্রুয়ারী আমি বাড়িথেকে কাতারের উদ্দেশ্যে রওয়ানা হবো সকাল ১০ টা ইনশাআল্লাহ, বাড়ি থেকে সিলেট এয়ারপোর্টে ৪০ কি:মি: দুরত্ব। সিলেট থেকে ১:৫০ মিনিট বিমান ছাড়বে ঢাকার উদ্দেশ্যে, ঢাকায় পৌছাবে ২:৪০ মিনিটে। ঢাকায় থাকবো প্রায় ৬ ঘন্টা তারপর কাতারের উদ্দেশ্যে বিমান ছাড়বে রাত ৮:৩০ মিনিটে, কাতার পৌছাবে ১:৩০ মিনিট এ
এখন আমি কোন কোন ওয়াক্ত কসর পড়বো? কাতার কতদিন কসর পড়বো? কাতার কাজের উদ্দেশ্য ২-৪ বছর থাকবো ইনশাআল্লাহ।
জোহর, আছর, মাগরিব, এশা কিভাবে পড়বো?