আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
১)অনেকসময় বাসায় আত্মীয় ঘুরতে আসে, তখন আশপাশ ঘুরতে যেতে চায় বা না চাইলেও আমার মনে হয় বোর হচ্ছে একটু নিয়ে বের হলে ভালো লাগবে। কিন্তু যেহেতু পর্দা করেন না তাই খুব ইতস্তত থাকি যে নিয়ে বের হবো কিনা,ঘুরাবো কিনা আশপাশ। কি করা উচিত?