আসসালামু আলাইকুম,
আমার একটা দোয়া কবুল হওয়া অনেক প্রয়োজন। আমার হাজবেন্ড বিদেশ থাকেন, উনি পি আর পাওয়া ছাড়া আমাদেরকে নিতে পারবেন না। এ ক্ষেত্রে পি আর পেতে ৫/৬ ও সময় কিংবা আরো বেশি লাগবে। কিন্তু আমার সন্তান নিয়ে আমার জন্য দেশে থাকাও কষ্ট কর, এবং পরিবারের সাথে নানান বিষয় নিয়ে বনিবনা, যার জন্য আমার অবস্থান ত্যাগ করা অনেক জরুরি ।আর বড় বিষয় গুনাহ তে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি কিভাবে আল্লাহ কাছে সাহায্য চাইবো এই বিষয়ে, আমার একমাত্র পথ স্বামীর সাথে থাকা। আমি কি মাদঈয়ানে মুসা আলাইহিসসালাম যেই দোয়া করছিল, সেই দোয়া টা করতে পারি। এবং কুরআন ও সুন্নাহ আলোকে কিভাবে দোয়া করব?