আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
32 views
in সালাত(Prayer) by (4 points)
আমি ছোট বেলা থেকেই অনেক টা দ্বীনের পথে চলার চেষ্টা করি, ফ্যামিলি থেকে তেমন সাপোর্ট না পেলেও নিজের মতো করে সব সময় আল্লাহর হুকুম আর নবিজীর দেখানো পথে চলার চেষ্টা করি, পারিবারিক ভাবে ফ্যামিলির পছন্দেই আমার বিয়ে হয়, আমার হাসবেন্ড বয়সে আমার থেকে প্রায় ১৮/২০ বছরের বড়. বিয়ের পরে তার চরিত্র আচরণ ব্যবহার সবকিছুতেই আমি অনেক হতাশ, তার ফ্যামিলির দিক থেকেও কেউ আমাকে সাপোর্ট করেনা, সবকিছু মিলিয়ে আমি সংসার জীবনে অনেক কস্টে আছি, একদিকে নিজের ফ্যামিলি থেকে সাপোর্ট না পাওয়া, অপর দিকে শশুর বাড়ির মানুষের থেকে নানা অত্যাচার অভিযোগ যুলুম তার উপর স্বামীর পরোকিয়া, বাজে ব্যবহার, বাজে ভাষা, অর্থিথি ভাবে সচ্ছল হলেও আমাকে আর দুই সন্তান কে সবকিছুতে অভাব দেখিয়ে দিনের পর দিন কস্ট দেওয়া, আর নিজের ক্ষেত্রে দামি পোশাক দামি খাবার, কিছুদিন পর পর বন্ধুদের সাথে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া, আর আমাদের জীবন ঘর বন্ধি করে জেলখানার মতো করে দেওয়া, তার সুদের ব্যবসা, নানা কাজে ঘুষের আদান প্রদান, বন্ধুদের সাথে মদের আসর, নানা বিচারে টাকা খেয়ে অন্যায় বিচার করা,  আর এসব নিয়ে কিছু বললে গায়ে হাত তোলা, ভয়ংকর ভাবে মারধর করে কপাল কেটে ফেলা, দুইবার পেগনেন্সির সময় ও অস্বাভাবিক ভাবে মারধর করা, সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক হতাশ, দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ত্যাগ করাও সম্ভব হচ্ছেনা, এক্ষেত্রে যদি অতিরিক্ত কস্টে নবিজির মতো স্বামী কল্পনা করা বা নবিজির যুগে জন্ম নিতে না পেরে আফসোস করা বা তার যুগে জন্ম হলে নবিজির স্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বা কল্পনা করা এমন চিন্তা করলে কি গুনাহ হবে?

1 Answer

0 votes
by (680,550 points)
জবাবঃ-
بسم الله الرحمن الرحيم

নবীজীর প্রতি ভালবাসা মুমিনের ঈমান
মুমিনের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের গুরুত্ব অপরিসীম। 
এর অনেক অনেক গুরুত্ব।  

মহব্বতে রাসূল তো ঈমানের রূহ, মুমিনের জীবনের অন্যতম লক্ষ্য। এই ইশক ও মহব্বত ছাড়া না ঈমানের পূর্ণতা আসে, আর না তার স্বাদ অনুভূত হয়। আর নিছক ভালবাসাই যথেষ্ট নয়, বরং পার্থিব সমস্ত কিছুর উপর এই ভালবাসাকে প্রাধান্য দিতে হবে এবং তাঁর আনুগত্যের মাধ্যমে ভালবাসার প্রকাশ ঘটতে হবে। 

হযরত আনাস রা. বলেছেন

قَالَ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ: لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ، حَتّى أَكُونَ أَحَبّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنّاسِ أَجْمَعِينَ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা-মাতা, সন্তান-সন্ততি ও সমস্ত মানুষ থেকে প্রিয় হব। 
(সহীহ বুখারী, হাদীস ১৫)

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
নবী ﷺ-কে ভালোবাসা ও তাঁর যুগে থাকার আকাঙ্ক্ষা গুনাহ নয়।

তাঁকে স্বামী হিসেবে কল্পনা করা আদবের দিক থেকে অনুচিত; ইচ্ছাকৃতভাবে এমন চিন্তা লালন না করাই উচিত।

অনিচ্ছাকৃত চিন্তায় গুনাহ নেই, তবে তা দূর করার চেষ্টা করা উচিত।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...