আমি ছোট বেলা থেকেই অনেক টা দ্বীনের পথে চলার চেষ্টা করি, ফ্যামিলি থেকে তেমন সাপোর্ট না পেলেও নিজের মতো করে সব সময় আল্লাহর হুকুম আর নবিজীর দেখানো পথে চলার চেষ্টা করি, পারিবারিক ভাবে ফ্যামিলির পছন্দেই আমার বিয়ে হয়, আমার হাসবেন্ড বয়সে আমার থেকে প্রায় ১৮/২০ বছরের বড়. বিয়ের পরে তার চরিত্র আচরণ ব্যবহার সবকিছুতেই আমি অনেক হতাশ, তার ফ্যামিলির দিক থেকেও কেউ আমাকে সাপোর্ট করেনা, সবকিছু মিলিয়ে আমি সংসার জীবনে অনেক কস্টে আছি, একদিকে নিজের ফ্যামিলি থেকে সাপোর্ট না পাওয়া, অপর দিকে শশুর বাড়ির মানুষের থেকে নানা অত্যাচার অভিযোগ যুলুম তার উপর স্বামীর পরোকিয়া, বাজে ব্যবহার, বাজে ভাষা, অর্থিথি ভাবে সচ্ছল হলেও আমাকে আর দুই সন্তান কে সবকিছুতে অভাব দেখিয়ে দিনের পর দিন কস্ট দেওয়া, আর নিজের ক্ষেত্রে দামি পোশাক দামি খাবার, কিছুদিন পর পর বন্ধুদের সাথে বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া, আর আমাদের জীবন ঘর বন্ধি করে জেলখানার মতো করে দেওয়া, তার সুদের ব্যবসা, নানা কাজে ঘুষের আদান প্রদান, বন্ধুদের সাথে মদের আসর, নানা বিচারে টাকা খেয়ে অন্যায় বিচার করা, আর এসব নিয়ে কিছু বললে গায়ে হাত তোলা, ভয়ংকর ভাবে মারধর করে কপাল কেটে ফেলা, দুইবার পেগনেন্সির সময় ও অস্বাভাবিক ভাবে মারধর করা, সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক হতাশ, দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে ত্যাগ করাও সম্ভব হচ্ছেনা, এক্ষেত্রে যদি অতিরিক্ত কস্টে নবিজির মতো স্বামী কল্পনা করা বা নবিজির যুগে জন্ম নিতে না পেরে আফসোস করা বা তার যুগে জন্ম হলে নবিজির স্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বা কল্পনা করা এমন চিন্তা করলে কি গুনাহ হবে?