আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ মোহতারাম।
এই মাসালাটা সম্পর্কে জানতে চাচ্ছি।
মাসের অভ্যাস অনুযায়ী যেদিন হায়েয আসে সেদিন হলুদ বা মেটে স্রাব দেখলে তা হায়েয বলে গন্য হবে আর যদি অভ্যাসের দিনে না হয় বরং হায়েয হওয়ার অভ্যাসগত দিনের আগে এমন দেখা যায় তবে তা হায়েয হিসাবে গণ্য হবে না।এটাই হানাফি ও হাম্বলী উভয়ের মত।( মাউসুআতুল আহকামিত তহারাত, আবু উমর আদ দিবইয়ান ৬/২৮১-২৯৯;আল মাওসুয়াতু ফিকহিয়্যাহ কয়েতিয়াহ ১৮/২৯৬,আল মুগনী - ১/২০২; আল মাজমু ২/৪২৩
১.উস্তাদ এই মাসালাটা কি হানাফি মাজহাব অনুযায়ী ঠিক?
৩,, সাদাস্রাব আটকে রাখার জন্য জরায়ুর মুখে টিস্যু দিয়ে রাখলে যদি যে অংশ জরায়ুর মুখের সাথে লেগে ছিলো অর্থাৎ ভিতরের অংশ তা ভিজে যায় তাহলে কি ওযু ভেঙে যাবে?