আসসালামু আলাইকুম। আমার আগের করা প্রশ্ন ছিল-
একটা ছেলের সাথে রিলেশন ছিল। সেটা এখন নাই। আমি তার সাথেই এমন কসম করে কিছু বলেছিলাম কিনা মনে পরে না। কিন্তু যেহেতু অনেক কসম বলতাম এক সময়। তাই ধরে নিলাম কসম করে তাকে বলেছিলাম যে বিয়ে করবো। বা সে বলেছিলো আমাকে বিয়ে করবে। বর্তমানে সেই ছেলে অন্য জায়গায় বিবাহিত। অনেক বছর কোনো যোগাযোগ নাই। আর আমিও অন্য এক জায়গায় বিবাহিত। এখন আল্লাহর কসম না বলে শুধু কসম বলার কারনে আমার এটা কি কসম হয়ে গেছে কিনা?
------- সম্মানিত মুফতি সাহেব উত্তর দিয়েছিলেন যে, এটাও নাকি কসম হবে। আমি জানতাম শুধু আল্লাহ, কুরআন এগুলার নাম নিলেই কসম হয়। আপনারাও আই ফতোয়া তে বলেছেন যে, আল্লাহর নাম নেয়া ছাড়া এমনি তে কসম বললে নাকি কসম হয় না। কাফফারা দেয়া লাগে না। তাই আমার এই প্রশ্ন টার উত্তর দিবেন দয়া করে। কারন আমার পক্ষে এখন কাফফারা দেয়ার মত পরিস্থিতি নাই হুজুর।-------
প্রশ্ন::::: এখন কসমের কাফফারা না দেয়ার কারনে কি আমার বর্তমান বিবাহিত জীবন আমার সামীর সাথে বৈধ হবে? কসমের কাফফারা দেয়ার বা না দেয়ার সাথে বিয়ে বৈধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক আছে যেহেতু সেই ছেলেকে বিয়ে করা নিয়ে কসম ছিল আর তাকে বিয়ে করিনি?