আস সালামু আলাইকুম হুজুর,
আমার মেয়ে কোষ্টকাঠিণ্য তে ভোগতেছে অনেক দিন যাবত। ওষুধ খাওয়াচ্ছি। আল্লাহ তা'আলা ঔষধদের উছিলায় এখনো কোষ্টকাঠিণ্য ভালো করে দেন নি। আজকে আমার বিবি বেদানার কোষ রেডি করছে, মেয়েকে খাওয়াবে। পরে বললাম এখন বেদানার কোষ খাওয়াইয়ো না (কারণ বেদানা খাওয়াইলে অনেক সময় আল্লাহর ইচ্ছায় কোষ্টকাঠিণ্য বাড়ে) ব্রাকেটের কথাটুকু আমার মনে মনে ছিল।
আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করতেছিল, বেদানা খাওয়াইলে কি সমস্যা? তখন আমার মাথায় চিন্তা আসে, আমার স্ত্রী কি তা* জাতীয় কোন সমস্যার কথা জিজ্ঞেস করতেছে?
তখন আমি বললাম, বেদানা খাওয়াইলে কোন সমস্যা না।
(পরে আবার চিন্তা আসে, অন্য ফল খাওয়াইলে কি তা* জাতীয় কোন সমস্যা? অথবা যে কোন খাবার খাওয়াইলে কি তা* জাতীয় কোন সমস্যা?)
(পরে আমি বলতে চাইলাম, যে কোন খাবার খাওয়াইলেও কোন সমস্যা নেই) কিন্তু বলতে চেয়ে স্লিপ অফ টাং এর কারণে, "যে কোন খাবার খাওয়াইলেই কোন সমস্যা নেই" এই কথা বলছি মনে হয়। পরে চিন্তা আসছে, এর অর্থ কি, যে কোন খাবার না খাওয়াইলে কি তা* জাতীয় কোন সমস্যা?
পরে সাথে সাথেই যেভাবে বলতে চেয়েছিলাম "যে কোন খাবার খাওয়াইলেও কোন সমস্যা নেই" স্পষ্ট ভাবে বলছি।
প্রশ্ন: আমি বলতে চাইলাম, "যে কোন খাবার খাওয়াইলেও কোন সমস্যা নেই" কিন্তু বলতে চেয়ে স্লিপ অফ টাং এর কারণে, "যে কোন খাবার খাওয়াইলেই কোন সমস্যা নেই" এই কথা বলছি মনে হয়। এতে কি তা* জাতীয় কোন শর্ত আরোপ হয়?