ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ইমাম ব্যতিত দুইজন মুক্তাদি হলে ইমামের জন্য সামনে একাকি দাড়ানো ওয়াজিব। এবং পরবর্তী কাতারে মুক্তাদি দুনোজন দাড়াবেন। হ্যা, জরুরত হলে তথা জায়গার সংকুলান না থাকলে তখন ইমাম সাহেবের অর্ধহাত পর মুক্তাদিরা দাড়াতে পারবে।
تقدیم الإمام أمام الصف واجب کما فی الہدایة
........................................................................................................................................................................................................